shono
Advertisement
Shahjahan Sheikh

দম্ভ উধাও! স্ত্রীর আঙুল ছুঁয়ে কান্না সন্দেশখালির 'ত্রাস' শাহজাহানের

Published By: Tiyasha SarkarPosted: 07:04 PM Apr 23, 2024Updated: 07:45 PM Apr 23, 2024

গোবিন্দ রায়: গ্রেপ্তারির পর ধীরে ধীরে দম্ভ উধাও হয়েছে। মঙ্গলবার বসিরহাট আদালত থেকে বেরনোর সময় স্ত্রী ও মেয়ের কান্না দেখে কেঁদে ফেললেন সন্দেশখালির 'ত্রাস' শাহজাহান শেখ। স্ত্রীর আঙুল ছুঁয়ে বললেন, "আল্লার কাছে দোয়া কোরো।"

Advertisement

মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হয় সন্দেশখালির 'বাঘ' শাহজাহান শেখকে (Shahajahan Sheikh)। সেখানেই তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর পর শেখ শাহজাহানকে বসিরহাট মহাকুমা আদালত থেকে প্রিজন ভ্যানে তোলা হয় কলকাতা নিয়ে আসার জন্য। স্বাভাবিকভাবেই শাহজাহানকে একবার দেখতে প্রিজন ভ্যানের জানলার কাছে যান তাঁর স্ত্রী, কন্যা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। প্রিয়জনের স্পর্শ পেতে জানলা দিয়ে বাড়িয়ে দেন হাত। স্ত্রী, কন্যার কান্না দেখে নিজেকে সামলাতে পারেননি শাহজাহানও। কেঁদে ফেলেন তিনি। স্ত্রীকে বলেন, "আল্লার কাছে দোয়া কোরো।" এর পর হাত দিয়ে চোখের জল মুছে নেন শাহজাহান।

[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]

প্রসঙ্গত, গ্রেপ্তারির একদম শুরুর দিকে অন্যরূপে ধরা দিয়েছিলেন শাহজাহান। প্রথম যেদিন তাঁকে আদালতে তোলা হয়েছিল সেদিন কার্যত ফিল্মি কায়দায় আঙুল নাড়তে নাড়তে এজলাসে ঢুকেছিলেন তিনি। কিন্তু এদিনের ছবি একেবারে আলাদা। শাহজাহানের চেহারাতেই স্পষ্ট যে, তাঁর মনোবল ভেঙে গিয়েছে। উল্লেখ্য, বর্তমানে শাহজাহানের ঠিকানা প্রেসিডেন্সি জেল।

[আরও পড়ুন: আমিরশাহীতে ফ্ল্যাট, ব্যাঙ্কে কোটি কোটি টাকা! একাদশ শ্রেণি পাশ ইউসুফের সম্পত্তি কত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্রেপ্তারির পর ধীরে ধীরে দম্ভ উধাও হয়েছে।
  • মঙ্গলবার বসিরহাট আদালত থেকে বেরনোর সময় স্ত্রী ও মেয়ের কান্না দেখে কেঁদে ফেললেন সন্দেশখালির 'ত্রাস' শাহজাহান শেখ।
  • স্ত্রীর আঙুল ছুঁয়ে বললেন, "আল্লার কাছে দোয়া কোরো।"
Advertisement