স্টাফ রিপোর্টার: বাঙ্কারহিল এবং শ্রাচী স্পোর্টসকে শেয়ার বন্টনের প্রক্রিয়া শুরু মহামেডান স্পোর্টিং ক্লাবে। কর্তারা আশা করছেন সাতদিনের মধ্যেই আইনি কাগজপত্র তৈরি হয়ে গিয়ে বাঙ্কারহিলকে শেয়ার দিয়ে দেওয়া সম্ভব হবে।

বেশ কয়েকদিন ধরেই শেয়ার হস্তান্তর নিয়ে বিতর্ক শুরু হয়েছে সাদা-কালো শিবিরে। এমনকী বিনিয়োগকারীদের পক্ষ থেকে হুমকি দিয়েও জানানো হয় শেয়ার হস্তান্তর না হলে তারা আর টাকা দেবে না। তারপরেই শেয়ার বন্টন নিয়ে তৎপরতা শুরু হয়ে যায় ক্লাবে। খোঁজ খবর নিয়ে জানা যায়, মহামেডান ক্লাব সোসাইটির অন্তর্গত। যে কারণে শেয়ার হস্তান্তর করা সম্ভব হচ্ছিল না। এই ইস্যুতে সমাধান করার জন্য মঙ্গলবার জরুরি ভিত্তিতে সদস্যদের নিয়ে মিটিং ডাকা হয় ক্লাব তাঁবুতে। যেখানে সিদ্ধান্ত হয়, ট্রাস্ট তৈরি হয় মহামেডান ক্লাবের নামে। যে ট্রাস্টের কাছে ক্লাবের একশো শতাংশ শেয়ার হস্তান্তর করা হবে। এর পরেই বাঙ্কারহিলকে দেওয়া হবে ৬১ শতাংশ শেয়ার। ক্লাবের কাছে থাকবে বাকি ৩৯ শতাংশ।
বাঙ্কারহিল জানিয়েছে, তাদের ৬১ শতাংশ শেয়ারের মধ্যে ৩০.৫ শতাংশ দেওয়া হবে শ্রাচী স্পোর্টসকে। কর্তারা মনে করছেন এরপর আর কোনও সমস্যাই হবে না। আশা করা হচ্ছে সাতদিনের মধ্যেই সমস্যা মিটে যাবে।
উল্লেখ্য়, ক্লাবের হাজারো ডামাডোলের প্রভাব যেন পড়ছে মাঠেও। আইএসএলে একের পর এক ম্যাচ হেরে রীতিমতো কোণঠাসা সাদা-কালো ব্রিগেড। গত ম্যাচে মোহনবাগানের কাছে পরাস্ত হয়ে ১৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে মহামেডান।