সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাজমহল গড়েছিলেন যে সম্রাট, তাঁর সঙ্গে নিজের হাতে পাহাড় কেটে রাস্তা তৈরি করা দশরথ মাঝির আপাত কোনও মিল নেই৷ আবার আছেও বটে৷ তাঁরা দুজনেই তো এ কাজ করেছিলেন তাঁদের ভালবাসার জন্য৷ ভালবাসার জন্য মানুষ কী না করে! প্রতি প্রেমিক-প্রেমিকা বা প্রতি দম্পতির কাছেই হয়ত লুকনো তাকে এক গোপন সুখের তাজমহল৷ তবু বড় বড় কীর্তি, নির্দশনের পাশে চাপা পড়ে যায় বড় ভালবাসার ছোট ছোট কাহিনী৷ ঠিক যেমন অনেকেরই অজানা অখিলির গল্পটিও৷
ভালবাসার খাতিরে এ কাজটি করতে পেরে অখিলি জানিয়েছিলেন, “বাইক পেয়ে গৌরব যে কী খুশি হয়েছিলেন তা বলে বোঝানো যাবে না৷ তবে ওকে খুশি হতে দেখে আরও বেশি খুশি হয়েছিলাম আমি৷ ভালবাসা একরকম, আর নিজেকে ভুলে অন্যের জন্য কিছু করা আর একরকম৷” আসলে অখিলির এ গল্প নিছক প্রেমের গল্প নয়৷ ইচ্ছে আর জেদ থাকলে ভালবাসার জন্য যে কোনও কিছু করা যায় গৃহবধূ অখিলি সে কথা আবার প্রমাণ করলেন৷ সেখানে পাহাড় কাটাও যতটা গুরুত্বপূর্ণ, প্রেমিককে বাইক উপহার দেওয়ার কৃতিত্বও তার থেকে কম কিছু নয়৷
The post ৩ বছরের সঞ্চয়ে স্বামীকে চমকে দেওয়া উপহার স্ত্রী’র appeared first on Sangbad Pratidin.