Advertisement
চুম্বনে হল ভালবাসার অঙ্গীকার, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ছবিতে ফিরল 'শেরশাহ'র স্মৃতি
নতুন এই পথে একসঙ্গে চলার জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন নবদম্পতি।
জয়সলমেরের সূর্যগড় প্যালেসে চার হাত এক হল সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আডবাণীর। মিডিয়ার সামনে এখনও পোজ দেননি নবদম্পতি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করেছেন।
হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরে বধূবেশ ধারণ করেছিলেন কিয়ারা। সিদ্ধার্থের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি। ভালবাসার চুম্বনেই অঙ্গীকারবদ্ধ হন দু'জন।
বিয়ের ছবি আপলোড করে সিদ্ধার্থ-কিয়ারা দু'জনেই লিখেছেন, "আব হামারি পারমানেন্ট বুকিং হো গ্যায়ি..."। বিখ্যাত এই সংলাপেই নিজেদের 'শেরশাহ' সিনেমার স্মৃতি ফিরিয়েছেন তারকা দম্পতি।
একে অন্যকে নমস্কার জানিয়ে নতুন জীবন শুরু করেছেন সিড-কিয়ারা। আর নতুন এই পথে একসঙ্গে চলার জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন নবদম্পতি।
Published By: Suparna MajumderPosted: 09:00 AM Feb 08, 2023Updated: 09:00 AM Feb 08, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ