সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে তাঁরা জোটসঙ্গী, তবু দলীয় মুখপত্রে সেই কংগ্রেসকেই তুলোধোনা করল শিব সেনা। এমনকী, রাহুল গান্ধী নয়, শরদ পওয়ারে হাতে কংগ্রেসের রাশ তুলে দেওয়ার পক্ষেও সওয়াল করেছে উদ্ধব ঠাকরের দল। এরপরই রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি রাহুলের নেতৃত্বে না-খুশ জোটসঙ্গী?
দলীয় মুখপত্র সামনার সম্পাদকীয়তে বিজেপিকেও তুলোধোনা করেছে শিব সেনা (Shiv Sena)। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপি দেশ চালাচ্ছে বলে অভিযোগ। কৃষক আন্দোলনের প্রতি কেন্দ্রীয় সরকারের মনোভাব নিয়েও খোঁচা দিয়েছে প্রাক্তন জোটসঙ্গী। তবে কংগ্রেস (Congress) নেতৃত্বধীন বিরোধী শিবির এই আন্দোলনকে আরও জোরালো করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
[আরও পড়ুন : ‘কেউ কেউ আমাকে গণতন্ত্র নিয়ে জ্ঞান দিতে আসে, অথচ…’, রাহুলকে কড়া জবাব প্রধানমন্ত্রীর]
শনিবার দলীয় মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে বিজেপিকে তুলোধোনা করেছে শিব সেনা। লিখেছে, দিল্লিতে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হচ্ছে। রাহুল গান্ধীকে নিয়ে বিদ্রূপ করছে। মহারাষ্ট্র সরকারকে কাজ করতে দিচ্ছে না। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার একই অভিযোগ করেছে শিব সেনা। তবে এবার উদ্ধবের আক্রমণ থেকে রেহাই পায়নি কংগ্রেসও।
এদিনের সম্পাদকীয়তে শিব সেনার দাবি, কংগ্রেস ও বিরোধীরা কৃষক আন্দোলনকে জোরালো করতে ব্যর্থ হয়েছে। তাঁদের আরও দাবি, যতক্ষণ না অবিজেপি সমস্ত দল এক ছাতার তলায় আসছে, ততক্ষণ বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যাবে। একইসঙ্গে কংগ্রেস নেতৃত্ব বদলেরও ডাক দিয়েছে শিব সেনা। সম্পাদকীয়তে বলা হয়েছে, শরদ পওয়ার কংগ্রেস নেতৃত্ব পেলে জোটের উন্নতি হবে। পরোক্ষে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে মহারাষ্ট্রের জোটসঙ্গী।