shono
Advertisement

দিল্লিতে শোচনীয় ফল, পুরনো শরিক-দলত্যাগী নেতাদের কটাক্ষে জর্জরিত বিজেপি

'কেজরিওয়ালের উন্নয়নের সামনে ধোপে টেকেনি ধর্মীয় মেরুকরণ।' The post দিল্লিতে শোচনীয় ফল, পুরনো শরিক-দলত্যাগী নেতাদের কটাক্ষে জর্জরিত বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:50 PM Feb 12, 2020Updated: 02:50 PM Feb 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ঠিক গোদের উপর বিষফোঁড়া! সমস্ত ক্ষমতা দিয়ে লড়েও দিল্লি আশাব্যঞ্জক ফল করতে পারেনি বিজেপি। উপরন্তু সেই হার নিয়ে পুরনো শরিকের খোঁচা। সব মিলিয়ে কার্যত ‘ল্যাজেগোবরে’ অবস্থা বিজেপির। দিল্লি বিধানসভা নির্বাচনে মাত্র ৮টি আসন পেয়েছে গেরুয়া শিবিরা। যা নিয়ে শিব সেনার কটাক্ষ, “দিল্লির মুখ্যমন্ত্রী কাজের সামনে বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতি ধোপে টেকেনি। উলটে দিল্লির মুখ্যমন্ত্রীর সামনে মুখ থুবড়ে পড়েছে বিজেপির ‘সেনা’।” তবে একা শরিক দল নয়, দিল্লি নির্বাচনের ফল নিয়ে বর্ষীয়ান নেতা যশবন্ত সিনহাও তাঁর পুরনো দলকেও একহাত নিয়েছেন। আপতত দিল্লি নির্বাচন নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে বিজেপি।

Advertisement

দিল্লির তখতে ফিরতে মরিয়া ছিল পদ্মশিবির। দলের ৭০ কেন্দ্রীয় মন্ত্রী, ২৭০ সাংসদ এমনকী ৪০ জন স্টার ক্যাম্পেনার নামিয়েছিল তাঁরা। ঘরে-ঘরে গিয়ে প্রচার করেছেন খোদ অমিত শাহ। তারপরেও গেরুয়া শিবিরের দখলে মাত্র আটটি আসন। এনিয়ে বিজেপির প্রাক্তন শরিক শিব সেনার খোঁচা, “বিজেপি দিল্লি নির্বাচন জিততে নিজের সর্বস্ব নিয়ে লড়াই করছিল। পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী এনেও প্রচার করিয়েছিল। কিন্তু কেজরিওয়াল তাঁদের কুপোকাৎ করে দিয়েছেন। এটা আসলে দাম্ভিকতার হার। আমরা যা করব সেটাই ঠিক, সেটাই নিয়ম, এই মানসিকতার হার।” শিবসেনার দাবি, গোটা হারের দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিতে হবে।

[আরও পড়ুন : ‘বিধায়ক নন, দুষ্কৃতীদের টার্গেট ছিলেন আপ কর্মীই’, দিল্লির গুলি কাণ্ডে দাবি পুলিশের]

দিল্লি নির্বাচনের প্রচারে ধর্মীয় রাজনীতির কার্ড খেলেছিল বিজেপি। শাহিনবাগ আন্দোলনকে মুসলিমদেরক আন্দোলন হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেছেন তাঁরা। কিন্তু ভোটবাক্সে তার ফল মেলেনি। এ নিয়ে দলীয় মুখমত্র সামনায় শিব সেনা লেখেন,”দিল্লির মানুষ ধর্মীয় মেরুকরণ মেনে নেয়নি। উলটে কেজরিওয়াল দিল্লির আইন-শৃঙ্খলার অবনতির জন্য বিজেপির উপর দোষ চাপিয়ে কাজ হাসিল করেছে।” শিব সেনার কথায়, কেজরিওয়াল যা কাজ করেছেন, তার উপর ভোট চেয়েছে।

[আরও পড়ুন : ১৬ ফেব্রুয়ারি শপথ নেবেন কেজরিওয়াল, বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে ঘোষণা]

এদিকে নিজের পুরনো দল বিজেপিকে ব্যঙ্গ করে শুভেচ্ছা জানিয়েছে বর্ষীয়ান নেতা যশবন্ত সিনহা। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “আমার পুরনো দলকে শুভেচ্ছে। তারা দিল্লি নির্বাচনে নিজেদের আসন দ্বিগুণ করতে পেরেছে। দারুন ফল!” প্রাক্তন বিজেপি নেতার টুইটের বেশকিছু রিটুইট হয়। সেখানেও বিজেপিকে নিয়ে বিদ্রুপ করা হয়। তবে মজার বিষয়, সমালোচনার সামনে মুখে কুলুপ এঁটেছে বিজেপি।

The post দিল্লিতে শোচনীয় ফল, পুরনো শরিক-দলত্যাগী নেতাদের কটাক্ষে জর্জরিত বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement