সংবাদ প্রতিদিন দিগিরাল ডেস্ক: মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। যত দিন যাচ্ছে, ততই চরমে উঠছে বিজেপি-কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্ব। সাম্প্রতিক রীতি মেনে সোশ্যাল মিডিয়াতেও তীব্র হচ্ছে প্রচারযুদ্ধ। যার সর্বশেষ সংযোজন অনলাইনে প্রচারিত একটি ‘ভিডিও’! সুপারহিট সিনেমা ‘বাহুবলী’র থিমে। যেখানে নায়ক ‘বাহুবলী’র মতোই হুবহু একই ভঙ্গিমায় দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। যা নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে। ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এর নেপথ্যে হাত থাকার কথা অস্বীকার করেছে শাসকদল বিজেপি।
[পঞ্চায়েতে বোর্ড গঠনে বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ, প্রকাশ্যে অডিও ক্লিপ]
বিশেষজ্ঞদের ধারণা, এই ভিডিও আসলে ‘প্রোমো’। যত নির্বাচন এগিয়ে আসবে, ততই বাজারে দেখা যাবে এই ধরনের আরও অনেক ভিডিও। ২.১৬ মিনিটের একটি ভিডিও ‘মধ্যপ্রদেশ কা বাহুবলী’। হুবহু ‘বাহুবলী’ ছবির সেট। দৃশ্যপটও এক। শুধু বদলে গিয়েছেন ‘বাহুবলী’। প্রভাসের বদলি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। চোখে চশমা, কাঁধে বিরাট শিবলিঙ্গ। বল্লালদেব-এর ‘ভূমিকা’য় মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ‘বাহুবলী’র বিরোধী নানা ভূমিকায় কংগ্রেস নেতা কমল নাথ, দিগ্বিজয় সিং, এমনকী রাহুল-সোনিয়াও আছেন! আর ‘কাটাপ্পা’র ভূমিকায় কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। ঠিক প্রভাসের মতোই শিবরাজকে বিশাল শিবলিঙ্গ তুলে ধরতে দেখা গিয়েছে। সঙ্গে হুঙ্কার। মহিষমতীর যুবরাজ বাহুবলীর বিখ্যাত সংলাপগুলিই শোনা গিয়েছে শিবরাজের মুখে। তেলুগু ভাষায় তাঁর হুঙ্কার, “আমি শিবরাজ সিং চৌহান। আমি মধ্যপ্রদেশের মানুষের সম্মান, মর্যাদা, সম্পদ রক্ষা করব। এর জন্য যদি নিজের প্রাণ দিতে হয় দেব!” ভিডিওর অন্তিম দৃশ্যে যুদ্ধক্ষেত্রে পরস্পরের দিকে তেড়ে যাচ্ছেন ‘বাহুবলী’ শিবরাজ ও ‘বল্লালদেব’ জ্যোতিরাদিত্য। এবং যুদ্ধ জয় করে শিবরাজ নিজের বুকে বালি ঘষছেন।
এই ভিডিও নিয়েই শোরগোল পড়ে গিয়েছে। ময়দানে নেমেছে কংগ্রেস। দলের নেত্রী শোভা ওঝা বলেছেন, “সময়ই বলবে কে বাহুবলী, আর কে বল্লালদেব। রাজ্যের ভোটাররাই সেটা স্থির করবেন। তবে শাসক দলের নেতাদের মুখে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা মানানসই নয়।” তিনি আরও জানান, রাজ্যে বেকারত্ব বাড়ছে, আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, কৃষকদের অবস্থা শোচনীয়। এ সব থেকে দৃষ্টি ঘোরাতেই বিজেপি এ ধরনের ভিডিও ছড়াচ্ছে। যদিও এই ভিডিওর দায় অস্বীকার করে মধ্যপ্রদেশ বিজেপির আইটি সেল-এর প্রধান দাবি করেছেন, “অনেক আইটি বিশেষজ্ঞ আছেন যাঁরা নিজেদের মতাদর্শের কারণে এ ধরনের ভিডিও বানান। বিজেপির কোনও ভূমিকা নেই। কোথা থেকে এই ভিডিও এল, জানি না। তবে মনে হচ্ছে, যে বা যাঁরাই এটি বানিয়েছেন, তাঁরা বিজেপি ও শিবরাজ সিংয়ের আদর্শে বিশ্বাসী।” রাজ্যের ২৩০টি বিধানসভা কেন্দ্রের ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে জুলাইয়ে উজ্জয়িনী থেকে শিবরাজ ‘জন আশীর্বাদ যাত্রা’ শুরু করেছিলেন। সেটির মাধ্যমেই রাজ্যে নির্বাচনী প্রচার কার্যত শুরু বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
[মোমোর গুজব ছড়াতে গিয়ে বিপদ, শ্রীঘরে ঠাঁই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার]
The post বাজল ভোটের দামামা, মধ্যপ্রদেশে লড়াই ‘বাহুবলী’ শিবরাজ ও ‘বল্লালদেব’ জ্যোতিরাদিত্যর appeared first on Sangbad Pratidin.