সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়নের যে তালিকা প্রকাশ করেছে আইসিসি (ICC), তাতে জায়গা পেয়েছেন চারজন ক্রিকেটার। এই চারের মধ্যে তিনজনই ভারতীয়। বর্ষসেরার দৌড়ে থাকা এই তিন ভারতীয় তারকা হলেন, বিরাট কোহলি (Virat Kohli), শুভমান গিল (Shubman Gill) এবং মহম্মদ শামি (Mohammed Shami)। বিস্ময়ের ব্যাপার হল, অস্ট্রেলিয়া বিশ্বচ্যাম্পিয়ন হলেও কোনও অজি ক্রিকেটারই নেই সেই তালিকায়। ভারতের তিন তারকার সঙ্গে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের ডারিল মিচেল (Daryl Mitchell)।
গিল ২৯টি ম্যাচে ১,৫৮৪ রান করেছেন। ২০২৩ সালে এটাই কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। বিশ্বকাপে গিল করেন ৩৫৪ রান। গিল অবশ্য সেঞ্চুরি পাননি বিশ্বকাপে। কিন্তু একাধিক হাফ সেঞ্চুরি করেছেন।
[আরও পড়ুন: ধোনিকে ছুঁয়ে ইতিহাস গড়লেও খুশি নন রোহিত! কিন্তু কেন?]
স্বপ্নের বিশ্বকাপ খেলেছেন বিরাট কোহলি। মেগা ইভেন্টে ৭৬৫ রান করেন তিনি। এক বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান। বিশ্বকাপের ১১টি ইনিংসের মধ্যে ৯টিতেই হাফ সেঞ্চুরি রয়েছে কোহলির। ২৭টি ওয়ানডেতে ১,৩৭৭ রান করেন কোহলি। শচীনের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড বিশ্বকাপেই ভেঙে দেন কোহলি।
কোহলি ও গিলের পাশাপাশি মহম্মদ শামিও ম্যাজিক দেখান বছরভর। বিশেষ করে বিশ্বকাপে। বছরে ১৯টি ওয়ানডে থেকে ৪৩টি উইকেট নেন শামি। বিশ্বকাপেই শামির সংগ্রহ ২৪টি উইকেট। অবাক করার মতো বিষয় হল, বর্ষসেরা হওয়ার দৌড়ে নেই অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটার। তালিকায় রয়েছেন কিউয়ি তারকা ডারিল মিচেল। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকায় নেই কোনও মহিলা ক্রিকেটার। মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, শ্রীলঙ্কার আটাপাট্টু, ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।