সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিঠে রোদে উজ্জ্বল দুটো মুখ। শোভন-সোহিনী। টলিপাড়ায় যাদের নিয়ে প্রেমের গুঞ্জন। তবে এসব গুঞ্জনকে অবশ্য সব সময়ই ফুঁ দিয়ে উড়িয়ে দেন শোভন-সোহিনী। প্রেমের গুঞ্জন চললেও, এ ব্যাপারে দুজনেই স্পিক টি নট। কিন্তু হঠাৎ করেই শোভনের ফেসবুকে জুড়ে এক আদুরে পোস্ট। নেটিজেনরা বলছেন, গুঞ্জনে ইতি টানতেই নাকি এভাবে প্রেমের ঘোষণা করেছেন শোভন!
তা কী লিখলেন গায়ক?
শোভন তাঁর সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে সোহিনীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন শোভন। আর সেই ছবি পোস্ট করে, শোভন লিখলেন, ”শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল…”। শোভনের এই পোস্ট কি সোহিনীর প্রতি প্রেম উজাড় করেই? এই নিয়ে অবশ্য টলিপাড়ায় জোর গুঞ্জন। এই পোস্ট নিয়ে শোভন ও সোহিনী মুখ না খুললেও, সোশাল মিডিয়া থেকে আপাতত গায়েব এই ছবি ও ক্যাপশন।
[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র টিজারে ৫৮-কে তুড়ি মেরে ওড়ালেন শাহরুখ, তেইশের ‘পিকচার অভি বাকি হ্যায়’!]
কয়েকদিন আগেই খবরে আসে রণজয় বিষ্ণুর সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্কে ইতি টেনেছেন সোহিনী। অন্যদিকে, শোভন ও স্বস্তিকা দত্তর ব্রেকআপ! নিন্দুকরা কিন্তু এই সুযোগে দুইয়ে দুইয়ে চার করছেন। তার উপর সোশাল মিডিয়ায় শোভনের এই পোস্ট। তাহলে কি গুঞ্জনে ইতি টানতে এই পোস্ট শোভনের প্রেমের ইস্তেহার?