shono
Advertisement

Breaking News

দাউদের বোনের চরিত্রে প্রথম ঝলকেই চমকে দিলেন শ্রদ্ধা

দেখুন শ্রদ্ধার সাহসী অবতার৷ The post দাউদের বোনের চরিত্রে প্রথম ঝলকেই চমকে দিলেন শ্রদ্ধা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:49 PM Feb 07, 2017Updated: 08:19 AM Feb 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্ত ঘরোয়া মেয়ে কিংবা মিষ্টি প্রেমিকা৷ এতদিন এই অবতারেই দেখা গিয়েছে তাঁকে৷ কিন্তু এবার সবার ঘুম কেড়ে নিতে চলেছেন শ্রদ্ধা কাপুর৷ এক ঝটকায় নিজের গার্ল-নেক্সট ডোর ইমেজ ছেড়ে বেরিয়ে আসতে চলেছেন নায়িকা৷ মুম্বইয়ের অন্ধকার জগতের অন্যতম সম্রাজ্ঞী হাসিনা পার্কার হিসেবে দেখা যাবে তাঁকে৷ ছবির প্রথম পোস্টারেই বাজিমাত করেছেন নায়িকা৷

Advertisement

লক্ষ্মী আরাধনায় মাইলি সাইরাস, অবাক নেটদুনিয়া

‘হাসিনা আপা’ নামেই মুম্বইবাসী চেনে হাসিনাকে৷ সম্পর্কে দাউদ ইব্রাহিমের বোন হয় এই মহিলা৷ শোনা যায়, স্বামীর মৃত্যুর পর মুম্বইয়ে দাউদের রাজত্বের বেশিরভাগ অংশ সামলাত সে৷ একাধিক হাওয়ালা-চক্রে জড়িত এই মহিলার নাম৷ মধ্যপ্রাচ্যের সঙ্গে দাউদের অন্ধকার জগতের লেনদেনও নাকি হাসিনাই সামলাত৷ এমনকী, বলিউডের বিদেশে ব্যবসাও তার নির্দেশেই নিয়ন্ত্রিত হত৷ মুম্বইয়ের কেবল অপারেটররাও নাকি তার নির্দেশ অনুযায়ী কাজ করতেন৷

মানুষ নয়, এবার অশরীরী অবতারে ঘুম কাড়বেন অনুষ্কা!

বাবা শক্তি কাপুর বেশিরভাগ সময় নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও নিজের স্বল্প সময়ের কেরিয়ারে এতদিন সেই পথে এতদিন পা বাড়াননি শ্রদ্ধা৷ কিন্তু এবার নেগেটিভ শেডেই বলিউডে নিজের মাটি ফিরে পেতে চলেছেন নায়িকা, অভিমত বিশেষজ্ঞদের৷

সেলেবদের এই ‘অদ্ভুত’ অভ্যাসগুলি জানলে অবাক হবেন!

The post দাউদের বোনের চরিত্রে প্রথম ঝলকেই চমকে দিলেন শ্রদ্ধা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement