সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর শুভমান গিল যা ধরেছেন, তাতেই সোনা ফলিয়েছেন। তাঁর ব্যাট গাণ্ডীব হয়ে উঠেছিল। ইচ্ছামতো প্রতিপক্ষের বোলারদের শাসন করে রান করেছেন শুভমান গিল (Shubman Gill)। বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন তিনি। পলি উমরিগর সম্মান পেয়ে আবেগাপ্লুত গিল। নস্টালজিক হয়ে পড়েন তিনি।
সোশাল মিডিয়ায় ভারতের তারকা ওপেনার লিখেছেন, ” অনেককিছু মনে পড়ে যাচ্ছে। নস্টালজিক হয়ে পড়ছি। মনে পড়ে যাচ্ছে ১৪ বছর বয়সে এই অনুষ্ঠানে আসার কথা। বিরাট ভাইকে বর্ষসেরার পুরস্কার নিতে দেখার স্মৃতি কোনওদিন ভুলব না। এই সম্মান আমাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস করি। এই সম্মান আমাকে অনুপ্রাণিত করবে।” বিরাট কোহলির সঙ্গে ছবি পোস্ট করেছেন নস্টালজিক গিল।
[আরও পড়ুন:‘দেড়দিনে ম্যাচ শেষ করে দেব’, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সিরাজের হুঁশিয়ারি]
২০১৯ সালের পর থেকে মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরাহ এবং শুভমান গিল এই সম্মান পেলেন। উল্লেখ্য, ২০২২-২৩ মরশুমে গিল ২৫ ম্যাচে ১৩২৫ রান করেন ওয়ানডে-তে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ২০৮ রান করেন।
শুভমান গিলের বর্ষসেরা হওয়ার দিনে রবি শাস্ত্রী ও ফারুখ ইঞ্জিনিয়ার বিসিসিআই-এর লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি এবং বোর্ড সচিব জয় শাহ এই পুরস্কার তুলে দেন শাস্ত্রীর হাতে।