গোবিন্দ রায়: প্যারা টিচাররা পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) লড়াইয়ের সুযোগ পেলে ‘শিক্ষা বন্ধু’ রা পাবে না কেন? এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। মামলার প্রেক্ষিতে হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ, পঞ্চায়েত ভোটে অংশ নিতে পারবেন ‘শিক্ষা বন্ধু’রা।
অভিযোগ, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার, ১৫ জুন মনোনয়ন পেশের শেষ দিন। ‘শিক্ষা বন্ধু’দের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এনিয়ে আজকেই উত্তর দিতে হবে কমিশনকে। নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহার। সেই প্রেক্ষিতে কমিশন জানায়, তাঁদের আপত্তি নেই। ‘শিক্ষা বন্ধু’রা পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে পারে। যদিও এনিয়ে মৌখিক নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানায় কমিশনের আইনজীবী। তবে বুধবারই কমিশনের তরফে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
[আরও পড়ুন: ISF-এর ৩ প্রার্থীকে ভাঙড়ে মনোনয়নে বাধা! পুলিশকে বিশেষ নির্দেশ হাই কোর্টের]
এদিন সাড়ে তিনটে নাগাদ রাজ্য নির্বাচন কমিশন আদালতে জানায়, ‘শিক্ষা বন্ধু’দের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তাঁদের আপত্তি নেই। তবে মনোনয়ন পেশের শেষদিনের কয়েক ঘণ্টা আগে এই রায় দিল আদালত। ‘শিক্ষা বন্ধু’রা তার কতটা সুফল পাবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিন ‘শিক্ষা বন্ধু’দের দাবি নিয়ে আদালতের পর্যবেক্ষণ, “শিক্ষকতার মত মহৎ কাজ কি আছে? সেটা করুন। নির্বাচনে লড়ে কি করবেন?”