সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় ভারতের একটি বিকৃত মানচিত্র শেয়ার করে রীতিমতো বিপাকে পড়েছেন কানাডার জনপ্রিয় গায়ক শুভনীত সিং ওরফে শুভ। বিতর্কের জেরে বাতিল করা হয়েছে তাঁর ভারতের কনসার্টও। যা হওয়ার কথা ছিল ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। জনপ্রিয় টিকিট বুকিং অ্যাপ ‘বুক মাই শো’র তরফ থেকে জানানো হয়েছে, বাতিল হওয়া শুভর শোয়ের টিকিট ফিরিয়ে দেওয়া হবে।
ভারতে সঙ্গীত সফর বাতিল হতেই এবার মুখ খুললেন গায়ক শুভ। স্পষ্ট জানালেন, ভারত তাঁরও দেশ। সোশাল মিডিয়ায় খোলা চিঠি দিলেন শুভ।
শুভ লিখলেন, ”পাঞ্জাব থেকে উড়ে এসে কানাডায় বসবাস ইয়ং গায়ক হিসেবে। আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের স্বপ্নপূরণ করেছি। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনা আমার কঠোর পরিশ্রমকে আঘাত করেছে। জানি না এই পোস্টের মধ্য়ে আমার সঠিক আবেগ সবার কাছে পৌঁছে দিতে পারব কিনা। তবুও বলতে চাই, ভারত সফর বাতিল হওয়ায় আমার হৃদয় ভেঙে গিয়েছে।”
[আরও পড়ুন: আদিপুরুষ’-এ হয়েছিলেন রাবণের মন্দোদরী, এবার মালদ্বীপের মাদকতায় লাস্যময়ী সোনল]
শুভ তাঁর পোস্টে আরও লিখলেন, ”আমার জন্ম ভারতে হয়েছে। পাঞ্জাবই আমার জন্মস্থান। যেখানে আমার গুরু রয়েছে, আমার পূর্বপুরুষরা রয়েছেন। যাঁরা দেশের স্বাধীনতার লড়াইয়ে অংশ নিয়েছেন। পাঞ্জাবিরা দেশকে কতটা ভালবাসে তা ইতিহাসের পাতায় রয়েছে। আমি তাঁদেরই একজন। পাঞ্জাবিদের রক্তেই রয়েছে দেশভক্তি। তাই প্রত্য়েক পাঞ্জাবি মানেই দেশদ্রোহী নয়। সবাইকে আমার অনুরোধ, এরকম ঘৃণার জগত তৈরি করবেন না। ”
কয়েকদিন আগে শুভর সোশ্যাল মিডিয়ায় ভারতের একটি বিকৃত মানচিত্র দেখা যায় যেখানে পাঞ্জাব, জম্মু এবং কাশ্মীর নেই। এতে ক্ষুব্ধ হয়েছেন অনেকে। এক ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পঞ্জাব পুলিশ যখন অমৃতপাল সিংয়ের ব্যাপারে তল্লাশি চালাচ্ছিল তখন শুভ এই ছবিটি শেয়ার করেছিলেন।
ভারতীয় জনতা যুব মোর্চার প্রেসিডেন্ট তেজিন্দর সিং তিওয়ানা এই প্রসঙ্গে বলেছেন, ‘ভারতের যাঁরা শত্রু সেই খালিস্তানিদের এখানে কোনও জায়গা নেই। আমরা এই কানাডিয়ান গায়ককে ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় অনুষ্ঠান করতে দেব না।