shono
Advertisement

Breaking News

Bhool Bhulaiyaa 3

সৌদি আরবে নিষিদ্ধ 'সিংহম এগেইন' ও 'ভুলভুলাইয়া ৩'! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত সৌদি আরবের প্রশাসনের?

শুক্রবার ভারত ছাড়াও, বিশ্বের অন্য জায়গায় মুক্তি পাচ্ছে 'সিংহম এগেইন' ও 'ভুলভুলাইয়া ৩'।
Published By: Akash MisraPosted: 10:01 AM Oct 31, 2024Updated: 10:06 AM Oct 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে 'ভুলভুলাইয়া ৩' এবং 'সিংহম এগেইন' নিয়ে বক্স অফিসে তুমুল লড়াই। দুই ছবিই অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। যে ছবি নিয়ে এদেশ একেবারে উত্তাল। ঠিক সেই সময়ই এই দুই ছবিকেই নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব। ছবি রিলিজের ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সৌদি আরবের প্রশাসনের তরফ থেকে জানানো হল, সৌদি আরবে মুক্তি পাবে না 'সিংহম এগেইন' ও 'ভুলভুলাইয়া ৩'! তা হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল সৌদি আরবের প্রশাসন?

Advertisement

সূত্রের খবর, এই দুই ছবিই দেখেছে সে দেশের রিভিউ কমিটি। তাঁদের মত, এই দুই ছবিতেই হিংসা রয়েছে ভরপুর এবং যৌনতাও রয়েছে। শুধু তাই নয়, এই দুই ছবিরই বিষয় ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সেই কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না এই ছবি। তবে শুধুই বলিউডের এই দুই ছবি নয়, দক্ষিণী ছবি 'আমরণ'কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

‘ভুল ভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) সিনেমার টিকিটের চাহিদা তুঙ্গে। মুক্তির পয়লা দিনেই যে প্রেক্ষাগৃহ উপচে পড়বে, তা হলফ করে বলা যাচ্ছে। আর দর্শকদের মধ্যে ‘রুহ বাবা, মঞ্জুলিকা’র ভৌতিক রসায়ন দেখার এহেন চাহিদা দেখে মেট্রো সিটিগুলিতে চড়া দামে বিক্রি হচ্ছে ‘ভুল ভুলাইয়া ৩’র টিকিট।

প্রসঙ্গত, অগ্রিম বুকিংয়েই বাজিমাত ‘ভুলভুলাইয়া ৩’ ছবির। বক্স অফিসের হিসেব বলছে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি ইতিমধ্যেই এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রেন্ড যা বলছে, দিওয়ালির সপ্তাহেই কামাল দেখাবে এই ছবি। অন্যদিকে অগ্রিম বুকিংয়ে ‘সিংহম এগেইন’ অনেকটাই পিছিয়ে। অজয় দেবগণের এই ছবি ব্যবসা করেছে ২৫ লক্ষ টাকার উপর। তবে বিশেষজ্ঞরা বলছে, দিওয়ালি যত কাছে আসবে ততই বাড়বে ‘সিংহম এগেইন’ ছবির ব্যবসা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তবে বিশেষজ্ঞরা বলছে, দিওয়ালি যত কাছে আসবে ততই বাড়বে ‘সিংহম এগেইন’ ছবির ব্যবসা।
  • এই দুই ছবিই দেখেছে সে দেশের রিভিউ কমিটি।
Advertisement