সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাবুন তো একবার, অফিসে পৌছনোর জন্য যদি আপনাকে বাসে বা ট্রামে চাপতে না হত! যদি গরম, সহযাত্রীদের ঘামের দুর্গন্ধ ও ট্র্যাফিক জ্যাম ছাড়াই যদি পৌঁছে যাওয়া যেত কর্মস্থলে, তাহলে কেমন হত?
এবার যাত্রীদের সময় বাঁচাতে ও ট্র্যাফিক জ্যাম এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে আসছে স্কাই-ট্যাক্সি৷ নাম শুনেই বুঝতে পারছেন নিশ্চয় যে এই নয়া ট্যাক্সি মাটিতে চলবে না, বরং আকাশে উড়বে৷ তবে নামেই ট্যাক্সি, বাস্তবে এটি হল একধরনের ড্রাইভার-লেস (বা পাইলট-লেস) ড্রোন৷ জুলাই মাস থেকে দুবাই এয়ারপোর্টে এই স্কাই-ট্যাক্সির পরিষেবা শুরু হচ্ছে৷ জানিয়েছে শহরের সড়ক ও পরিবহণ এজেন্সি৷
[অরুণাচলের প্রতিটি ইঞ্চিই ভারতের, চিনকে হুঁশিয়ারি বেঙ্কাইয়ার]
ড্রোনটি বানিয়েছে চিন৷ এক একটি ইহ্যাং ১৮৪ অটোনমাস এরিয়াল ভেহিকল বা এএভি যা ১০০ কিলোগ্রাম পর্যন্ত ওজন বহনে সক্ষম৷ আকাশে প্রায় ৩০ মিনিট উড়তে পারবে এই ড্রোন৷ ডিমের মতো দেখতে এই বাহনে রয়েছে আটটি প্রপেলার্স৷ খবরটি জানিয়েছে বিবিসি৷ একজন যাত্রী ওই ট্যাক্সিতে বসে, ভিতরের টাচ স্ক্রিন ছুঁয়ে নিজের গন্তব্য বেছে নিতে পারবেন৷ তবে এধরনের ড্রোনের ভিতরে অন্য কোনও কন্ট্রোল সিস্টেম নেই৷ একবার গন্তব্য বেছে নিলে স্বয়ংক্রিয়ভাবেই উড়ে যাবে আপনার স্কাই-ট্যাক্সি৷
দেখুন ভিডিও:
The post আসছে স্কাই-ট্যাক্সি, এবার যানজট ছাড়াই পৌঁছন গন্তব্যে appeared first on Sangbad Pratidin.