shono
Advertisement

Breaking News

করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, টুইট করে দিলেন খবর

চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন তিনি।
Posted: 06:59 PM Oct 28, 2020Updated: 07:04 PM Oct 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। বুধবার টুইট করে নিজেই এই খবর প্রকাশ করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ভোটের মরশুমে ফেসবুকে নীতীশ কুমারের চেয়ে ৯ গুণ বেশি জনপ্রিয় তেজস্বী! বলছে তথ্য]

এদিন সংক্রমিত হওয়ার কোথা ঘোষণা করে নিজের টুইটার হ্যান্ডেলে স্মৃতি ইরানি লেখেন, “কোনও ঘোষণা করতে গেলে শব্দ খোঁজতে হয়েছে এমনটা খুব কমই হয়েছে। তাই আমি সহজ ভাষায় বলছি, আমি করোনা (Corona) পজিটিভ। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা দ্রুত করোনা পরীক্ষা করান।” 

জানা গিয়েছে, করোনা আক্রান্ত হলেও শারীরিকভাবে তেমন কোনও সমস্যা হচ্ছে না স্মৃতির। চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন তিনি। উল্লেখ্য, গতকাল দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা ছিল তিন মাসের মধ্যে সর্বনিম্ন। শুধু গতকাল নয়, গত কয়েকদিন ধরেই দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ছিল নিম্নমুখী। যার ব্যতিক্রম হল বুধবার। সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গেল আরও একটা উদ্বেগজনক মাইলফলকের দোরগোড়ায়। 

[আরও পড়ুন: বিহারের নির্বাচনের দিনই টুইটারে মহাজোটকে ভোট দেওয়ার আরজি! বিতর্কে রাহুল গান্ধী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement