shono
Advertisement

‘ভরতুকি নেব না, ভাড়া বাড়াতেই হবে’, দাবিতে অনড় বাস মালিকদের একাংশ

১ জুলাই থেকে বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক হওয়া নিয়ে জট অব্যাহত। The post ‘ভরতুকি নেব না, ভাড়া বাড়াতেই হবে’, দাবিতে অনড় বাস মালিকদের একাংশ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:07 PM Jun 27, 2020Updated: 09:07 PM Jun 27, 2020

নব্যেন্দু হাজরা: যাত্রী সুবিধায় আরও বেশি সংখ্যক বাস নামাতে বেসরকারি বাস মালিকদের আগামী তিনমাস ১৫ হাজার টাকা করে ভরতুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চালক ও কন্ডাক্টরদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনার কথা বলেছেন। কিন্তু তাতেও যেন বরফ গলেনি। সরকারের দেওয়া এই প্যাকেজ নেবে না বলে জানিয়েছে অধিকাংশ বাস মালিক সংগঠন। তাঁদের দাবি, বাস ভাড়া বাড়াতেই হবে। ভরতুকি কোনও সমাধান নয়।

Advertisement

সরকারের তরফে জানানো হয়েছে, ৬০০০ বাসমালিক এই ভরতুকি পাবেন। কিন্তু বাসমালিকদের দাবি, রাজ্যে মোট ২৭ হাজার বাস চলে। প্রত্যেককেই এই প্যাকেজের আওতায় আনা হোক। আগামী সোমবার বাসমালিকদের সঙ্গে একটি বৈঠক করতে পারেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই ঠিক হবে কারা এই ভরতুকি পাবেন। বাস মালিকদের একাংশ মনে করছে, সরকারের নির্দেশ মেনে যে সমস্ত বাসমালিক লোকসান করেও এই কয়েকদিন রাস্তায় বাস নামিয়ে যাত্রী পরিষেবা দিয়েছেন তারাই এই ভরতুকি পেতে পারেন। এদিকে উত্তর কলকাতা ও শহরতলির ৩০টি রুটের বাস এই প্যাকেজ নেবে না বলে জানিয়েছে শনিবার। আজ নিজের বৈঠকে বসে তাদের সিদ্ধান্তের কথা জানাবেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ ঘোষ বলেন,”আমরা সরকারের এই আর্থিক প্যাকেজ নেব না। সরকার ভাড়া বৃদ্ধি করে বাস মালিকদের সমস্যার স্থায়ী সমাধান করুক।”

[আরও পড়ুন : সংক্রমণ এড়াতে মেট্রোয় ব্রাত্য টোকেন, স্মার্টকার্ড থাকলে তবেই যাতায়াত]

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ভরতুকি চাই না। আমরা চাই ভাড়া বৃদ্ধি। ভরতুকি যদি দিতেই হয় প্রত্যেককেই তাহলে এই প্যাকেজের আওতায় আনা হোক।” বাস-মিনিবাস সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “কারা ভরতুকি পাবে সেটা পরিষ্কার নয়। সেটা সরকার ঠিক করুক। তবে ভাড়া না না বাড়লে বাস মালিকদের সমস্যা মিটবে না।”

[আরও পড়ুন : শহিদদের রক্ত বিফলে যাবে না, রাগে জোম্যাটোর টি-শার্ট পুড়িয়ে কাজ ছাড়ল শতাধিক কর্মী]

The post ‘ভরতুকি নেব না, ভাড়া বাড়াতেই হবে’, দাবিতে অনড় বাস মালিকদের একাংশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement