সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মসিহা অবতারে ধরা দিলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। এবার পাশে দাঁড়ালেন জব্বলপুরের এক যুবকের। যুবকের অস্ত্রোপচারে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সোনু ও তাঁর সংস্থা সোনু সুদ ফাউন্ডেশন। টুইট করে সোনু সুদকে ধন্যবাদ জানিয়েছেন, মধ্যপ্রদেশের কিষান কংগ্রেসের প্রদেশ মহামন্ত্রী কুঞ্জ বিহারী তিওয়ারি। অস্ত্রোপচারের আগে ও পরে যুবকের ছবি পোস্ট করে সোনু সুদকে ধন্যবাদ জানিয়েছেন কুঞ্জ বিহারী। টুইটে তিনি লিখলেন, ‘সোনুজি আপনাকে অজস্র ধন্যবাদ। আপনার টিম এই যুবককে নতুন জীবনদান করেছে। এর পরিবার আপনার কাছে চির ঋণী। আপনার সুস্থতা কামনা করি আমরা সবাই। আপনি এরকমই সাধারণের সাহায্যে এগিয়ে আসুন বার বার।’
জানা গিয়েছে, জব্বলপুরের এই যুবকের এক দুর্ঘটনায় হাত বাদ যায়। সোনু ফাউন্ডেশন এই যুবককে কৃত্রিম হাত লাগাতে সাহায্য করে। এই অস্ত্রোপচারের পুরো ভার নিয়েছিল সোনু সুদের এই সংস্থা।
কয়েকদিন আগে, পাঞ্জাবের ১৯ বছরের এক যুবক দুর্ঘটনায় আহত হওয়ায় নিজের গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দিয়ে এসেছিলেন। ভাইরাল হয়েছিল সেই ভিডিও।
[আরও পড়ুন: টুইটারে প্রেমের শুরু, গোপনে গোয়া ট্রিপ! হৃতিককে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেললেন প্রেমিকা সাবা?]
সোনু সুদ বরাবরই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। করোনা আবহে ২০২০ সালে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে গোটা দেশের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি। তারপর থেকে অনুরাগীরা বলিউডের এই অভিনেতার নাম দেন মসিহা। বিহারে তো সোনু সুদের মূর্তি তৈরি করেছেন এক অনুরাগী। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করে নতুন প্রজন্মকে সমাজসেবার কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন সোনু।
সম্প্রতি খবরে এসেছে জনপ্রিয় রিয়্যালিটি শো রোডিজের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন তিনি। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই শোয়ের শুটিংয়ে দক্ষিণ আফ্রিকাও রওনা দেবেন সোনু সুদ।
[আরও পড়ুন: সঙ্গমে রাজি? মিলবে অভিনয়ে সুযোগ! পরিচালকের মেসেজের স্ক্রিনশট শেয়ার উরফির]