সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যালুশিনেশন, অবচেতন এক মানসিক পর্যায়। মারাত্মক রোগও বলা যেতে পারে। হ্যালুশিনেশনের জন্য মানসিক ভারসাম্য অবধি হারিয়ে ফেলতে পারেন কোনও ব্যক্তি। সেই হ্যালুশিনেশন কিংবা মতিভ্রমই এবার হইচইয়ের প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের বিষয়বস্তু। নাম ‘শব্দজব্দ’। পরিচালকের আসনে সৌরভ চক্রবর্তী। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছিল টিজার। এবার প্রকাশ্যে এল ‘শব্দজব্দ’র ট্রেলার।
আদ্যোপান্ত থ্রিলার কাহিনি। হ্যালুশিনেশনের ফাঁদে পড়ে এক লেখকের জীবনে সবকিছু ওলট-পালট হয়ে যায়। ধীরে ধীরে সে ভুলে যেতে থাকে নিজের অস্তিত্ব। এরকম প্লটের উপর ভিত্তি করেই এগিয়েছে সৌরভ চক্রবর্তীর ‘শব্দজব্দ’। মুখ্য ভূমিকায় লেখকের চরিত্রে অভিনয় করেছেন রজত কাপুর। দীর্ঘদিন বাদে ফের বাংলায় কাজে করলেন রজত। ‘শব্দজব্দ’র ট্রেলারেই মিলল গল্পের পরতে পরতে রহস্য রোমাঞ্চের ইঙ্গিত। প্রত্যেক মানুষের মধ্যেই দ্বৈত সত্তা থাকে। কোনওটা সচেতন অবস্থায়, আবার কোনওটা বা অবচেতন অবস্থায়। পরিচালক মূলত সেই বিষয়টিকেই তুলে ধরতে চলেছেন ‘শব্দজব্দ’তে। ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, মুমতাজ সরকার, সুব্রত, কঙ্কণা। মুক্তি পাচ্ছে ২১ ফেব্রুয়ারি।
[আরও পড়ুন: বিয়ে করলেন টেলি অভিনেত্রী কামিয়া পাঞ্জাবি, চাঁদের হাট বিয়ে ও রিসেপশনে]
একজন খ্যাতনামা লেখক। যিনি সারাক্ষণ বুঁদ হয়ে থাকেন নিজের গল্পের চরিত্রদের নিয়ে। বাউন্ডুলে সেই লেখক চান একটা গভীর প্রেমের সম্পর্কে জড়াতে, যাতে তাঁর অগোছালো জীবনে বৈচিত্র্য আসে, রোম্যান্সের ছোঁয়ায় বদলে যায় গতেবাঁধা জীবন। এহেন লেখকের জীবনে আচমকাই শুরু হয় নানা অদ্ভুত ঘটনা। বাকিদের কাছে সেসব নিছক চোখের ভুল বলে মনে হলেও লেখকের মনে হয় এসব তাঁর জীবনে ধ্রুব সত্য। তাঁর মনে হয়, তিনি কোনও ভয়ানক রোগের শিকার। তারপর? আদৌ কি সেই বিপর্যস্ত মানসিক পর্যায়কে পেরিয়ে তিনি বেরিয়ে আসতে পারবেন, নাকি সারাজীবনের জন্য ‘শব্দজব্দ’র ফাঁদে পড়ে ওলট-পালট হবে তাঁর জীবন? জানতে হলে চোখ রাখতে হবে হইচইয়ে। ‘ধানবাদ ব্লুজ’ ও ‘কার্টুন’-এর পর ফের রোমাঞ্চকর ওয়েব সিরিজ নিয়ে আসছেন সৌরভ চক্রবর্তী।
[আরও পড়ুন: তরুণীকে যৌন হেনস্তা, অভিযোগ দায়ের অভিনেতা শাহবাজ খানের বিরুদ্ধে]
The post হ্যালুশিনেশনের ফাঁদে জনপ্রিয় লেখক, ‘শব্দজব্দ’র ট্রেলারেই রহস্য-রোমাঞ্চের ইঙ্গিত appeared first on Sangbad Pratidin.