shono
Advertisement

Breaking News

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌরভের, রাজ্যে বিকল্প স্টেডিয়াম তৈরি নিয়ে কথা

সৌরভ এবং মমতার বৈঠকের মূল বিষয়বস্তু ছিল রাজ্যে বিকল্প বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম।
Posted: 03:34 PM Apr 28, 2022Updated: 05:59 PM Apr 28, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌরভ। নবান্ন সূত্রের খবর, রাজ্যে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির যে প্রস্তাব বিসিসিআই দিয়েছে, তার জন্য রাজ্য সরকারকে বিকল্প জমি খুঁজে দেওয়ার অনুরোধ করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট। 

Advertisement

এদিন নবান্নে বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সৌরভ। মনে করা হচ্ছে রাজ্যে বিকল্প ক্রিকেট স্টেডিয়াম-সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। যদিও বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন,”সৌরভ আমার কাছে কোনও কাজের জন্য আসেনি। ও এসেছিল, আমরা কিছুক্ষণ গল্প করলাম অনেকদিন বাদে।”  

[আরও পড়ুন: উমরানের আগুন গতিতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, ‘ওকে দ্রুত জাতীয় দলে নেওয়া হোক’, দাবি পি চিদম্বরমের]

দু’বছরের হা হুতাশ মিটিয়ে চলতি আইপিএলের ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। তাও কোনও আতিপাতি ম্যাচ নয়, একেবারে জোড়া প্লে-অফের ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। ইতিমধ্যেই তা নিশ্চিত করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সূত্রের খবর, ২৪ ও ২৬ মে প্লে-অফ দু’টি হবে কলকাতায়। এর মধ্যে একটি কোয়ালিফায়ার এবং একটি এলিমিনেটর। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদে। বোর্ডের তরফে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে এই প্লে-অফের ম্যাচগুলিতে মাঠে ১০০ শতাংশ দর্শক উপস্থিত থাকবেন। সেসব নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন সৌরভের আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

[আরও পড়ুন: ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ‘বিশ্রাম’ পেতে পারেন কোহলি]

তবে, সৌরভ এবং মমতার বৈঠকের মূল বিষয়বস্তু ছিল রাজ্যে বিকল্প বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম। রাজ্যে বিশ্বমানের একটি স্টেডিয়াম তৈরির লক্ষ্যে সরকারের কাছে জমি চেয়েছিল সিএবি। রাজ্যের তরফে জমি দেওয়াও হয়েছিল। কিন্তু ওই জমিতে জলাভূমি থাকায় স্টেডিয়াম তৈরিতে সমস্যা হচ্ছে। তাই সৌরভ মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, বিকল্প একটি জমির সন্ধান দিতে। মুখ্যমন্ত্রী এ নিয়ে আশ্বাস দিয়েছেন বলেও জানা যাচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement