shono
Advertisement

কোহলির সমর্থনে এবার পাশে দাঁড়ালেন সৌরভও

সৌরভের সাফ বক্তব্য, কোহলি একজন মানুষ। তাঁরও ভুল হতে পারে। The post কোহলির সমর্থনে এবার পাশে দাঁড়ালেন সৌরভও appeared first on Sangbad Pratidin.
Posted: 09:15 AM Mar 01, 2017Updated: 03:45 AM Mar 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে শোচনীয় হারের পর ভারতীয় ব্যাটসম্যানদের সমালোচনায় মুখর হয়েছিলেন অনেকেই। এমনকী বাদ যাননি শেষ কয়েকটি সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা ভারত অধিনায়ক বিরাট কোহলিও। কারণ পুণে টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন তিনি। কিন্তু শত সমালোচনার মধ্যেও শচীন তেণ্ডুলকরের মতোই এবার বিরাট পাশে পেয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভের সাফ বক্তব্য কোহলি একজন মানুষ। তাঁরও ভুল হতে পারে।

Advertisement

ঘরের মাঠে ক্লাব ভ্যালেন্সিয়াকে চুরমার করে দিল বাগান

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিরাটও একজন মানুষ। সেও একদিন ভুল করতেই পারে। কোহলি পুণের দুই ইনিংসেই খেলতে পারেনি। প্রথম ইনিংসে কোহলি বেশ কিছু বাজে শট খেলেছে। অস্ট্রেলিয়ান বোলাররাও তাঁকে অফ-স্টাম্পের বাইরে বল করে গিয়েছে। ইংল্যান্ডে স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনও কোহলিকে এরকম জায়গায় বল করে যাচ্ছিল। অজি বোলাররা হয়ত সেই দেখেই শিক্ষা নিয়েছে। আর ভারতের দ্বিতীয় ইনিংসের সময় খেলা প্রায় শেষ হয়ে গিয়েছিল। কারণ ওই পিচে ৪৪১ রান তাড়া করাটা খুবই দুঃসাধ্য ব্যাপার। তবে আমি আশাবাদী বিরাট শীঘ্রই রানে ফিরবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওর রেকর্ড দুর্দান্ত।’

গুরমেহরকে হিটলার-লাদেনের পাশে বসালেন যোগেশ্বর

এর আগে অস্ট্রেলিয়া সফরে গিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরির সাহায্যে ৬৯২ রান করেছিলেন বিরাট কোহলি। এর মধ্যে অ্যাডিলেডে মহেন্দ্র সিং ধোনির জায়গায় অধিনায়ক থাকাকালীন দুই ইনিংসেই শতরান ছিল তাঁর। সেই প্রসঙ্গে সৌরভের বক্তব্য, ‘অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদেরই বিরুদ্ধে চারটি সেঞ্চুরি করা সহজ নয়। শচীনকেও আমি এই কীর্তি করতে দেখিনি। নিজের দ্বিতীয় অস্ট্রলিয়া সফরেই অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজে চারটি শতরান করতে অসামান্য প্রতিভার প্রয়োজন হয়।’

আগামী শনিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। সবাই এখন তাই তাকিয়ে কোহলির চওড়া ব্যাটের দিকেই।

অজিদের কাছে হারের জ্বালা ভুলতে এটাই করলেন কোহলিরা

The post কোহলির সমর্থনে এবার পাশে দাঁড়ালেন সৌরভও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement