সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলে (East Bengal) আসছেন ইয়াগো ফালকে (Iago Falque)। স্প্যানিশ ফরোয়ার্ড লাল-হলুদে আসছেন, তা অবশ্য সরকারি ভাবে জানানো হয়নি ক্লাবের থেকে। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করতে চলেছেন তিনি। স্প্যানিশ ফরোয়ার্ড কবে পা রাখছেন এদেশে, সেসম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ভিসা পেয়ে গেলেই চলে আসবেন তিনি।
সুপার কাপের প্রথম ম্যাচে হায়দরাবাদকে হারিয়েছে ইস্টবেঙ্গল শিবির। চলতি মাসের ১৯ তারিখ রয়েছে ডার্বি। সেই মেগা ম্যাচে ইয়াগোর নামার সম্ভাবনা নেই। বলা ভালো সুপার কাপে তিনি নামছেন না। আইএসএলের জন্যই তাঁকে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: এএফসি এশিয়ান কাপের জন্য সুনীলদের শুভেচ্ছা নীরজের, কী বললেন তিনি?]
স্পেনের ফুটবলমহলে ইয়াগোর বেশ সুনাম রয়েছে। রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমিতে কেরিয়ার শুরু ইয়াগোর। পরে বার্সেলোনার যুব দলের হয়ে খেলেন প্রায় আট বছর। সেখান থেকে চলে যান জুভেন্টাসে। ভিয়ারিয়াল, টটেনহ্যাম, রোমা-সহ একাধিক ক্লাবে খেলেন তিনি। কলম্বিয়ার ক্লাব থেকে ইস্টবেঙ্গলে আসছেন ইয়াগো। সুপার কাপে রবিবার ফের নামছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের প্রতিপক্ষ শ্রীনীধি ডেকান। ইয়াগোকে নিয়ে বুক বাঁধছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
[আরও পড়ুন: কে বিরাট কোহলি! চিনতেই পারলেন না রোনাল্ডো! রইল সেই ভাইরাল ভিডিও]