shono
Advertisement

এই জাপানি উপায়েই চাঙ্গা থাকবে আপনার শরীর

না, এর জন্য কোনও পাহাড় ভাঙতে হবে না৷ শুধুমাত্র... The post এই জাপানি উপায়েই চাঙ্গা থাকবে আপনার শরীর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:27 PM Jan 29, 2017Updated: 11:57 AM Jan 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজই মনে হয় কাল থেকে শুরু করবেন৷ কিন্তু দিনের শেষে আর শরীরে সয় না৷ ‘শরীরচর্চা’ নামক বস্তুটি এভাবেই মনের কুলুঙ্গিতে তোলা থেকে যায়৷ সারা দেহে আলসেমি এসে মহানন্দে জুড়ে বসে৷ কম-বেশি অনেকেই এই আলসেমি দোষে দুষ্ট৷ কষ্ট করে কেষ্ট পাওয়ার সাধ সবার থাকলেও কষ্টটি আর করা হয়ে ওঠে না৷

Advertisement

সিনেমা দেখার সময় কাঁদেন? তাহলে এই বিষয়টি অবশ্যই জেনে রাখুন

তবে মানুষ অতি বুদ্ধিমান প্রাণী৷ বিশেষ করে জাপানের বাসিন্দারা৷ সবকিছুরই ‘শর্ট কাট’ খুঁজতে জাপানিরা সিদ্ধহস্ত৷ ছোট-বড় সব সমস্যারই সহজতম সমাধান করতে পারেন তাঁরা৷  তাই আলসেমি কাটানোরও অতি সহজ একটি উপায় বার করেছে উদীয়মান সূর্যের এই দেশ৷ নাম দিয়েছেন ‘কাইজেন’ ৷ কী এই কাইজেন? আলসেমি কাটানোর সহজ-সুলভ জাপানি সিক্রেট৷

স্ট্রেস কমাতে সেক্স নয়, এই পথই বেছে নিচ্ছেন পুরুষরা

‘কাই’ শব্দের অর্থ পরিবর্তন আর ‘জেন’ কথার মানে ‘বুদ্ধি’৷ অর্থাৎ বুদ্ধিমত্তার মাধ্যমে আলসেমি কাটানো৷ এই পদ্ধতির মাধ্যমে শরীরের যাবতীয় অলসতা মাত্র এক মিনিটের মধ্যেই ঝেড়ে ফেলা যায়৷ এর জন্য আপনাকে এক মিনিট মতো দুই চোখ বন্ধ রাখতে হবে৷ তারপর মনের মধ্যে নিজের তৎকালীন লক্ষ্য এবং তাতে পৌঁছানোর ধাপগুলি সাজিয়ে নিতে হবে৷ ব্যাস এইটুকুই! এতেই আপনার মন তৈরি হয়ে যাবে পরবর্তী পদক্ষেপের জন্য৷ কোন পথে যাবেন সেটি ঠিক হয়ে গেলেই মন বেরিয়ে পড়তে চাইবে লক্ষ্যের উদ্দেশে৷ আর মনে তাগিদ জাগলেই শরীরও জেগে উঠবে নতুন উদ্যমে৷ নতুন কিছু করার জন্য৷

জানেন, কেন অন্তর্বাস সবসময় আলাদা কাচা উচিত?

The post এই জাপানি উপায়েই চাঙ্গা থাকবে আপনার শরীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement