shono
Advertisement

Breaking News

পা ছুঁয়ে যে প্রণাম করি সে কি কেবল দিনযাপনের নিশান?

রবীন্দ্রনাথ এবং বুদ্ধদেব বসুর পর অন্য কোনও লেখকের কথা মনে করতে পারি না যিনি এত বিচিত্র পথে ও বিষয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন৷ The post পা ছুঁয়ে যে প্রণাম করি সে কি কেবল দিনযাপনের নিশান? appeared first on Sangbad Pratidin.
Posted: 10:44 PM Dec 23, 2016Updated: 06:41 PM Dec 23, 2016

অভীক মজুমদার: এবছর জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কবি শঙ্খ ঘোষ- এই বাক্য গঠনেই রোমাঞ্চ হচ্ছে৷ কেননা অনেক বছর পর জ্ঞানপীঠ পাচ্ছেন বাংলার অগ্রগণ্য কোনও লেখক৷ দ্বিতীয়ত ব্যক্তিগত অনুভূতিও ভিড় করছে, কেননা তিনি আমার মাস্টারমশাই৷ শুধু মাস্টারমশাই বললে কম বলা হয়, দীর্ঘদিন তাঁর সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার৷ আমার লেখালেখি, চিন্তা-চেতনায় তাঁর বড় একটা অবদান আছে৷

Advertisement

বাংলার লেখক হিসেবে শঙ্ঘ ঘোষ অপ্রতিদ্বন্দ্বী, অতুলনীয়৷ রবীন্দ্রনাথ এবং বুদ্ধদেব বসুর পর অন্য কোনও লেখকের কথা মনে করতে পারি না যিনি এত বিচিত্র পথে ও বিষয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন৷ কবি হিসেবে তিনি বাইরের দিকে মুখ করা আর ভিতর দিকে মুখ করা কবিতার সম্মেলন ঘটিয়েছেন৷ এই কাজ বাংলায় খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়৷ তাঁর কাব্যে একধরনের গভীর জীবনদর্শন থাকে যা আন্তর্জাতিক মানের৷ পাঠক হিসেবে মনে হয় অত্যন্ত তীব্র অস্তিত্ববাদী অনুভূতিতে তাঁর কবিতা ভাস্বর৷  সেই অস্তিত্ববাদ এক ধরনের সার্ত্রে কথিত মানবতাবাদেরই সম্প্রসারণ৷ সে জন্যই তাঁর কবিতা বিভিন্ন সময়ে নানা অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকটের ধারাভাষ্য হয়ে ওঠে৷

রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবেও তিনি অবিস্মরণীয়৷ প্রবন্ধের নানা আঙ্গিক চর্চাও তাঁর কাছ থেকে আমরা শিখেছি৷ ছোটদের জন্য, কিশোরদের জন্য তাঁর লেখাতে অন্তর্দৃষ্টি আর সমাজদৃষ্টির অকল্পনীয় সহজিয়া মিলন লক্ষ্য করি৷ পাশাপাশি ছাত্র হিসেবে বলতেই হয়, তাঁর মতো শিক্ষক, মানুষ বিরল৷

তাঁকে প্রণাম জানাই৷

The post পা ছুঁয়ে যে প্রণাম করি সে কি কেবল দিনযাপনের নিশান? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement