shono
Advertisement

Breaking News

আই লিগে আর দেখা যাবে না ডেম্পো ও স্পোর্টিংকে

এদিন ছিল আই লিগে খেলার জন্য নাম নথিভুক্তকরণের শেষ দিন৷ The post আই লিগে আর দেখা যাবে না ডেম্পো ও স্পোর্টিংকে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:16 PM Nov 23, 2016Updated: 12:15 PM Nov 23, 2016

স্টাফ রিপোর্টার: আই লিগ থেকে নাম তুলে নিল স্পোর্টিং ক্লুব দ্য গোয়া৷ সঙ্গে ডেম্পোও৷ পাঁচবারের আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পো গতবার নেমে গিয়েছিল আই লিগ টু-তে৷ এবারই ফিরে আসে৷ তারাও জানিয়ে দিল, আই লিগে খেলবে না৷

Advertisement

উল্লেখ্য, আগেই নাম তুলে নিয়েছিল সালগাঁওকার৷ ফলে এবার আই লিগে গোয়ার কোনও দলই আর থাকল না৷ নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের এটি একটি কালো অধ্যায়৷ দোহাতে ভারতীয় ফুটবল নিয়ে অনেক স্বপ্নের কথা আগের দিনই শুনিয়েছিলেন ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল৷ পরের দিনই এই ঘটনা৷ আই লিগে খেলার জন্য নাম নথিভূক্তই করল না ডেম্পো ও স্পোর্টিং ক্লুব দ্য গোয়া৷ পরিস্হিতি সামাল দিতে তড়িঘড়ি নতুন দলের নাম ঘোষণা করতে চাইছে তারা৷

এদিন ছিল আই লিগে খেলার জন্য নাম নথিভুক্তকরণের শেষ দিন৷ সালগাঁওকরের পথেই হাঁটল ডেম্পো এবং স্পোর্টিং৷ ফলে যে গোয়া থেকে একটা সময় জাতীয় স্তরে বহু ফুটবলার উঠে এসেছে, সেই গোয়া থেকে আই লিগের জন্য কোনও ক্লাবই আর রইল না৷ তেমনই থেমে গেল আই লিগে বাংলা, গোয়ার লড়াই৷ ফেডারেশন কর্তারা অবশ্য এখনই এই দুই ক্লাবের আই লিগ না খেলা নিয়ে সরকারি সিদ্ধান্ত নিতে রাজি নয়৷ পুরো পরিস্থিতির উপর নজর রেখে চলছেন তাঁরা৷ ফিফা সভাপতি গোয়ায় থাকার সময়ই সালগাঁওকর কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, তাদের পক্ষে আই লিগে অংশগ্রহণ সম্ভব নয়৷ আইএসএল শুরু হওয়ার পর আই লিগের মার্কেটিং নিয়ে আর কারও কোনও আগ্রহ নেই৷ তাই শুধু আই লিগে বিনিয়োগ করার থেকে জুনিয়র ডেভলপমেন্টের দিকেই নজর দেবে তারা৷ প্রথমে সালগাঁওকরের পথে ছিল স্পোর্টিংও৷ কিন্তু ফেডারেশন সচিব কুশল দাস নিজে কথা বলার পর সালগাঁওকরের রাস্তা থেকে সরে আসে স্পোর্টিং৷

ফেডারেশন সচিব কুশল দাস অবশ্য ডেম্পো, স্পোর্টিংয়ের মতো ভারতীয় ফুটবলের দুই কুলীন দলের আই লিগে না খেলার ব্যাপারে কোনও মন্তব্য করতে চাইলেন না৷ বললেন, ‘‘এখনও ঠিক জানি না বিষয়টা৷ ওরা আজকে শেষ দিনে নাম পাঠিয়েছে কি না, সে ব্যাপারেও আমার জানা নেই৷” আই লিগের সিইও সুনন্দ ধর বললেন, “আই লিগে খেলবে না বলে ডেম্পো এবং স্পোর্টিং সরকারিভাবে ফেডারেশনকে এখনও পর্যন্ত কোনও চিঠি দেয়নি ৷”

The post আই লিগে আর দেখা যাবে না ডেম্পো ও স্পোর্টিংকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement