shono
Advertisement

Breaking News

টাকার ছড়াছড়ি! বিপুল অর্থে মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনল এই চ্যানেল

চলতি বছর ৩ মার্চ শুরু মহিলা আইপিএলের প্রথম মরশুম।
Posted: 06:15 PM Jan 16, 2023Updated: 06:15 PM Jan 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাম কিসিসে কম নহি’। এমনটাই বুঝিয়ে দিলেন মহিলা ক্রিকেটাররা। কারণ পুরুষদের আইপিএলের মতো এবার বিরাট অর্থে বিক্রি হল মহিলা আইপিএলের মিডিয়া স্বত্ব। জয়ী মুকেশ অম্বানির সংস্থা রিলায়্যান্সের ভায়াকম ১৮।

Advertisement

সোমবার বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) টুইটারে জানান, ভারতীয় বোর্ডের সঙ্গে ২০২৩ থেকে ২০২৭ সাল, অর্থাৎ ৫ বছরের জন্য চুক্তি হয়েছে ভায়াকম ১৮-র। মোট ৯৫১ কোটি টাকাতে সম্প্রচার স্বত্ব কিনেছে তারা। দীর্ঘ টানাপোড়েনের পর প্রথমবার আয়োজিত হতে চলেছে মহিলাদের আইপিএল। নিজেদের লাগাতার ভাল পারফরম্যান্স দিয়ে লাইমলাইটে আসতে সফল হয়েছেন হরমনপ্রীতরা। তাই বর্তমানে মহিলা ক্রিকেট নিয়েও চর্চা কম হয় না। আর তাঁদের জন্য আইপিএলের মতো হাইভোল্টেজ টুর্নামেন্ট আয়োজিত হলে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে বলেই আশা বিশেষজ্ঞদের। সেই কারণেই চ্যানেলগুলি মোটা অঙ্কের বিনিময়ে মহিলা আইপিএলের স্বত্ব কিনতে রাজি ছিল।

[আরও পড়ুন: বকেয়া DA পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? চূড়ান্ত শুনানির তারিখ জানাল সুপ্রিম কোর্ট]

তবে ডিজনি স্টার, সোনি ও জি-এর মতো চ্যানেলগুলিকে পিছনে ফেলে সম্প্রচার স্বত্ব কিনে নিল ভায়াকম ১৮ (Viacom 18)। টেলিভিশনের পাশাপাশি এই সংস্থারই ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে মহিলাদের আইপিএল। এর জন্য ম্যাচপিছু ৭ কোটি টাকা করে দিতে হবে তাদের।

চলতি বছর ৩ মার্চ শুরু মহিলা আইপিএলের প্রথম মরশুম। চলবে ২৬ মার্চ পর্যন্ত। অংশ নেবে মোট ছ’টি দল। শহরভিত্তিক দল হওয়ার তালিকায় রয়েছে কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, ধরমশালা, ইন্দোর, গুয়াহাটি, লখনউ ও মুম্বই। শহরগুলিকে তাদের প্রধান ক্রিকেট স্টেডিয়ামের দর্শকাসনের ভিত্তিতে বেছে নেয় ভারতীয় বোর্ড (BCCI)। এই আইপিএলকে বাণিজ্যিক ভাবে সফল করার ক্ষেত্রে চেষ্টার কোনও ত্রুটি রাখা হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী সংস্থাগুলির কাছে ইতিমধ্যেই দরপত্র চেয়েছে বিসিসিআই। বেশ কিছু দরপত্র জমাও পড়েছে বলে খবর। শোনা গিয়েছিল, পুরুষদের আইপিএলের সঙ্গে যুক্ত একাধিক ফ্র্যাঞ্চাইজি মহিলাদের দলও কিনতে আগ্রহী। কোন ছ’টি দল প্রথম মরশুমে খেলবে, তা জানা যাবে ২৫ জানুয়ারি।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হঠাৎই নবান্নে সৌরভ, কী আলোচনা হল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement