সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব জল্পনার অবসান। নির্ধারিত দিনে কলকাতাতেই বল গড়াচ্ছে আইএসএল ডার্বির (Kolkata Derby)। তবে একঘণ্টা পিছিয়ে গেল ম্যাচের সময়। সাড়ে সাতটার পরিবর্তে রাত সাড়ে আটটায় কিক অফ যুবভারতীতে।
নির্ধারিত সূচি অনুযায়ী ১০ মার্চ যুবভারতীতে ইস্টবেঙ্গল-মোহনবাগান (Mohun Bagan) ম্যাচ হওয়ার কথা। কিন্তু ওইদিনই ব্রিগেডে রয়েছে তৃণমূলের জনগর্জন সভা। তাই বিধাননগর পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, ১০ মার্চ ডার্বির জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। প্রয়োজনে অন্য দিনে ডার্বির আয়োজন করার পরামর্শ দেয় বিধাননগর পুলিশ। কিন্তু আইএসএলের (ISL) আয়োজক এসডিএফএলের মতে, কর্মব্যস্ত দিনে বড় ম্যাচ আয়োজন করা উচিত নয়।
[আরও পড়ুন: র্যাকেট তুলে রাখলেন সাই প্রণীত, মার্কিন মুলুকে শুরু করবেন নতুন ইনিংস]
সোমবার দীর্ঘ আলোচনার পরে জানা যায়, সমর্থকদের কথা মাথায় রেখে কলকাতাতেই হবে ডার্বি। কিন্তু এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরেই বেঁকে বসে আইএসএলের আয়োজক এফএসডিএল। তাদের দাবি, রাত ৯ টায় ম্যাচ শুরু হলে সেই সময়ে টিভি স্লট দেওয়া যাবে না। খুব বেশি হলে রাত ৮ টা থেকে স্লট দিতে পারে সম্প্রচারকারী সংস্থাটি। সেক্ষেত্রে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার প্রস্তাবও ওঠে।
জট কাটাতে মঙ্গলবার বিধাননগর পুলিশের সঙ্গে আবারও আলোচনায় বসে ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল (East Bengal)। তার পরেই ডার্বির দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, ডার্বি হচ্ছে কলকাতাতেই। তবে সন্ধে সাড়ে সাতটা নয়, এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হল ম্যাচের সময়। রাত সাড়ে আটটা থেকে যুবভারতীতে মেগা ম্যাচ খেলা হবে।