শিলাজিৎ সরকার: সবকিছু ঠিকঠাক থাকলে নিজেদের পরবর্তী ম্যাচেই ডার্বি খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan)। সেই ম্যাচের আগে ক্লিনশিট রেখে জামশেদপুর এফসি-কে হারিয়ে রীতিমতো ফুরফুরে পরিবেশ সবুজ-মেরুন শিবিরে।
দিমিত্রি পেত্রাতোস, আর্মান্দো সাদিকু, জেসন কামিংস-ডার্বির আগের ম্যাচে গোল পেয়েছেন দলের তিন ফরোয়ার্ডই। যা নিয়ে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস ম্যাচ শেষে বলছিলেন, “আমরা যে পরিকল্পনা নিয়ে নেমেছিলাম, সেটা সফল হয়েছে। ডার্বির আগে অনেকটা সময় আছে। এই ম্যাচের রিকভারি শেষে ডার্বি নিয়ে ভাবনা শুরু করব।” একই সুরে দিমিত্রি বলে গেলেন, “ডার্বি বড় ম্যাচ। অনেক সমর্থক আসেন। কয়েকটা দিন সময় পাব প্রস্তুতি নেওয়ার। আমরা তিন পয়েন্টের লক্ষ্যেই নামব।” সোনি নর্ডির ‘স্টেনগান’ সেলিব্রেশনের আদলে দিমিত্রির এদিনের গোল পরবর্তী উৎসব ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: জাতীয় দলে খেলতে নারাজ, রাহুল-রোহিতের প্রস্তাব ফেরালেন ‘অবাধ্য’ ঈশান!]
তেমন ভাবেই এদিন আলোচনায় উঠে এসেছেন মনবীর সিং। প্রথম দু’টো গোলে অ্যাসিস্ট করার পাশাপাশি তৃতীয় গোলেও অবদান রয়েছে তাঁর। ম্যাচের সেরা মনবীরের প্রশংসা করে হাবাস বললেন, “মনবীর এখন দেশের সেরা প্লেয়ার। আজকে মাঠে দল পরিচালকের দায়িত্ব নিয়েছিল ও।” আদতে ফরোয়ার্ড হলেও বিদেশিদের ‘চাপে’ উইংয়ে খেলতে হচ্ছে মনবীরকে। হাবাস কি তাঁকে পুরনো পজিশনে ফেরাবেন? কোচের জবাব, “মনবীর যে কোনও পজিশনে খেলতে পারে। এমনিও তো ও প্রথমে ফরোয়ার্ডই ছিল।” মনবীর বলছেন, “কী পজিশনে খেলছি, সেটা নিয়ে ভাবি না। খেলাটা উপভোগ করি। কোচের পরিকল্পনা অনুযায়ী যে কোনও পজিশনে খেলতে তৈরি আমি।”