shono
Advertisement

Mohun Bagan: এএফসি কাপের প্রাথমিক পর্বে সবুজ-মেরুনের প্রথম প্রতিপক্ষ মাচিন্দ্রা এফসি

মোহনবাগান প্রথম ম্যাচ ঘরের মাঠে খেলার পর ২২ আগস্ট দ্বিতীয় ম্যাচও যুবভারতীতেই খেলবে।
Posted: 01:44 PM Aug 09, 2023Updated: 01:51 PM Aug 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগ (Kolkata Premier League 2023) ও ডুরান্ড কাপের (Durand Cup 2023) মাঝেই এএফসি কাপ (AFC Cup 2023) নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। মরশুমের প্রথম মর্যাদার ডার্বি আয়োজিত হবে ১২ আগস্ট। এরপরেই ১৬ আগস্ট এএফসি কাপের অভিযানে নামবে মোহনবাগান। দক্ষিণাঞ্চল পর্বের প্রথম রাউন্ডের ম্যাচে সবুজ-মেরুনের প্রথম প্রতিপক্ষ নেপালের মাচিন্দ্রা এফসি (Machuindra FC)। নেপালের দলটি ৩-২ ব্যবধানে ভুটানের পারো এফসি-কে হারিয়েছে। ফলে এই ম্যাচের জয়ের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে জুয়ান ফেরান্দোর (Juan Ferando) দলের বিরুদ্ধে ৯০ মিনিটের যুদ্ধে নামবে গতবারের আইএসএল জয়ী জুয়ান ফেরান্দোর দল।

Advertisement

এদিকে মোহনবাগান বনাম মাচিন্দ্রা এফসি ম্যাচের দিনেই বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকার মুখোমুখি হবে মলদ্বীপের ক্লাব ঈগলসের। মোহনবাগান প্রথম ম্যাচ জিতলে সেই ম্যাচের বিজয়ীদের বিরুদ্ধে খেলতে নামবে। এএফসি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মোহনবাগান প্রথম ম্যাচ ঘরের মাঠে খেলার পর ২২ আগস্ট দ্বিতীয় ম্যাচও যুবভারতীতেই খেলবে।

 [আরও পড়ুন: এ দৃশ্য বারবার ভাল লাগে…, ১০ বছর পরও রোনাল্ডোর ‘সিউ’ সেলিব্রেশনে মুগ্ধ অনুরাগীরা]

এরপর ২২ আগস্টের ম্যাচ জিতলে সবুজ-মেরুন বাহিনী পৌঁছবে প্রতিযোগিতার গ্রুপ পর্বে। এই গ্রুপ পর্বে তারা কোন গ্রুপে থাকবে ও সেই গ্রুপে তাদের প্রতিপক্ষ হবে কারা, সেটা জানা যাবে ২৪ আগস্ট। ওডিশা এফসি ইতিমধ্যেই গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। ক্লাব প্লে অফে তারা গোকুলাম কেরালা এফসি-কে হারিয়ে এই যোগ্যতা অর্জন করেছে।

গত বছর সেপ্টেম্বরে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-৩-এ হেরেছিল এটিকে মোহনবাগান। ৯০ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পর ফারদিন আলি মোল্লার গোলে সমতা আনে সবুজ-মেরুন। কিন্তু স্টপেজ টাইমে পরপর দু’গোল খেয়ে ম্যাচ হেরে যায়। এবারের এএফসি কাপে সবুজ-মেরুন বাহিনী কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার।

[আরও পড়ুন: কলকাতায় ফের বিশ্বজয়ী, আশ্বিনের শারদপ্রাতে শহরে আসছেন ডি’মারিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement