shono
Advertisement

Breaking News

তুমি ছিলে, তাই স্পর্ধা ছিল

কয়েক বছর আগে নবাব আলি খান পতৌদির স্মৃতিস্মরণ অনুষ্ঠানে সৌরভ বলেছিলেন, "শুধু নাম-ডাক আর ভাল সম্পর্ক থাকলেই হয় না৷ দিনের শেষে পারফরম্যান্সই কথা বলে৷" মুখে যা বলেছেন, ব্যক্তিগত জীবনেও মেনে চলেছেন৷ The post তুমি ছিলে, তাই স্পর্ধা ছিল appeared first on Sangbad Pratidin.
Posted: 11:16 PM Jul 08, 2016Updated: 11:09 PM Jul 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র সেহওয়াগকে ওপেন করার পরামর্শ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ দাদার কথা মতো সেটাই করেছিলেন বীরু৷ বাকিটা ইতিহাস৷ যুবরাজ সিং, হরভজন সিংকে নিজের হাতে তৈরি করেছিলেন৷ পুরনোদের বাদ দিয়ে দলে তরুণ মুখগুলো ঢোকানোর জন্য অনেকেরই বিরাগভাজন হতে হয়েছিল৷ তা সত্ত্বেও নিজের কাজে ফাঁকি দেননি প্রাক্তন ভারত অধিনায়ক৷ বিদেশের মাটিতে ২৮ ম্যাচে ১১ টি টেস্টে জয়ের রেকর্ডও তাঁর ঝুলিতেই৷ প্যাডজোড়া তুলে রাখার এত বছর পরেও ক্রিকেটের পরতে পরতে জড়িয়ে মহারাজের নাম৷ শুক্রবার পঁয়তাল্লিশে পা দেওয়া এই সৌরভই এখন মাঠ এবং মাঠের বাইরে চালিয়ে যাচ্ছেন নিজের দাদাগিরি৷

Advertisement

কয়েক বছর আগে নবাব আলি খান পতৌদির স্মৃতিস্মরণ অনুষ্ঠানে সৌরভ বলেছিলেন, “শুধু নাম-ডাক আর ভাল সম্পর্ক থাকলেই হয় না৷ দিনের শেষে পারফরম্যান্সই কথা বলে৷” মুখে যা বলেছেন, ব্যক্তিগত জীবনেও মেনে চলেছেন৷ সিএবি সভাপতির দায়িত্ব নিয়ে গোলাপি বলে চারদিনের ম্যাচ আয়োজন করে ইতিহাস গড়েছেন সৌরভ৷ শুধু কি তাই! ভারতীয় ক্রিকেড বোর্ড যে আজও তাঁর সিদ্ধান্তের উপর ভরসা রাখে, তার উদাহরণও তো মিলেছে৷ তিন কিংবদন্তি সৌরভ, শচীন তেণ্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণের পরামর্শেই টিম ইন্ডিয়ার কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে অনিল কুম্বলেকে৷

‘লর্ডসে ঘুরপাক জামা’য় যেমন তাঁর দাদাগিরি দেখেছে গোটা বিশ্ব, তেমনই টিভি-তে সঞ্চালকের ভূমিকায় হয়ে উঠেছেন পাশের বাড়ির ছেলে৷ আবার কখনও দুর্গা পুজোয় ঢাক বাজিয়ে মনে করিয়ে দিয়েছেন, এখনও তিনি পুরো দস্তুর বাঙালি৷ যাতে হাত দিয়েছেন, সোনা ফলেছে৷ ধারাভাষ্যকার থেকে ফুটবল দলের (এটিকে) মালিক৷ সব ভূমিকাতেই দাদার কীর্তি দেখেছে বিশ্ব৷ আরও একটা ভূমিকায় তাঁকে দেখতে উদগ্রীব ভক্তরা৷ সেই ইচ্ছে কি পূরণ হবে? টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব কি কোনওদিন কাঁধে তুলে নেবেন তিনি? উত্তর এখনও অজানা৷

তাঁর সাফল্যে উজ্জ্বল হয়েছে তিলোত্তমার নাম৷ তাঁর কীর্তিতে গর্বিত হয়েছে বাংলা৷ তাঁর ক্রিকেটদর্শন ভারতীয় দলকে নয়া দিশা দেখিয়েছে৷ তুম জিও হাজারো সাল – প্রিন্স অফ ক্যালকাটার জন্মদিনে এই শুভেচ্ছাই রইল৷

The post তুমি ছিলে, তাই স্পর্ধা ছিল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement