সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছিটকে যাওয়ার পরে মূলত টসে হারকেই দায়ী করেছেন ভারতের বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun)। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগের দিন অরুণ বলেন, “ছোট ফরম্যাটের খেলায় টস একটা বড় ভূমিকা পালন করে। যেখানে ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি।”
পাশাপাশি বায়োবাবলে থেকে টানা ম্যাচ খেলে ক্রিকেটাররা যে ক্লান্ত, সে কথাও উল্লেখ করতে ভোলেননি তিনি। তাঁর কথায়, খেলোয়াড়রা আরও খানিকটা বিশ্রাম পেলে ফলাফল অন্যরকম হতেই পারত।
[আরও পড়ুন: T20 World Cup: শাস্ত্রী-কোহলি জুটির পথচলা আজই শেষ, আইসিসি টুর্নামেন্টে ডাহা ফেল দুই মহারথী]
অরুণের এহেন টসে হারের অজুহাত ভাল ভাবে নেননি ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। আইপিএল ফাইনালে (IPL Final) চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচের উদাহরণ তুলে ধরে ভাজ্জি বলেছেন, ”ভরত অরুণ বলেছেন, ভারত যদি টসে জিতত তাহলে এটা করতো, ওটা করতো, এ সব কথা বলে কোনও লাভ নেই। চেন্নাই সুপার কিংস কি আইপিএল ফাইনালে প্রথমে ব্যাট করে ম্যাচ জেতেনি? চেন্নাই ১৯০ রান করেছিল। ম্যাচ জিততে হলে ভারতকেও রান করতে হত। এটা স্বীকার করে নেওয়া ভাল যে আমরা ভাল খেলতে পারিনি। আমাদের আরও ভাল খেলা উচিত ছিল।”
সাংবাদিক বৈঠকে অরুণ আরও বলেছিলেন, ”আমি কোনও অজুহাত দিচ্ছি না। তবে এবারের বিশ্বকাপের ট্রেন্ড হল, যে দল টস জিতছে, সেই দলই সুবিধা পাচ্ছে। বিশেষ করে যখন দুবাইয়ে খেলা হচ্ছে। দ্বিতীয়ার্ধে পিচ খুব সহজ হয়ে যাচ্ছে। এগুলো অজুহাত নয়। আমাদের আরও ভাল ব্যাট করা উচিত ছিল। প্রথম ম্যাচে রান ভালই করেছিলাম। তবে আমাদের বোলিং মান অনুযায়ী হয়নি।”
ভারতীয়দের শরীরী ভাষা দেখেও মনে হয়নি তাঁরা জিততে পারে। চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হল কোহলির ভারতকে। আজ, সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচ। থেমে যাচ্ছে শাস্ত্রী-কোহলি জুটির পথচলাও। বিশ্বকাপের পরেই ভারতীয় দলের দায়িত্ব নেবেন রাহুল দ্রাবিড়।