shono
Advertisement

WTC Final: হেডের সেঞ্চুরির দাপটে কোণঠাসা ভারত, চালকের আসনে অস্ট্রেলিয়া

সেঞ্চুরির দোরগোড়ায় স্টিভ স্মিথ।
Posted: 10:36 PM Jun 07, 2023Updated: 11:08 PM Jun 07, 2023

অস্ট্রেলিয়া ৩২৭/৩ (হেড ১৪৬*, স্মিথ ৯৫*) 

Advertisement

রাজর্ষি গঙ্গোপাধ্যায়, লন্ডন:  ট্র্যাভিস হেডের (Travis Head) সেঞ্চুরির দাপটে একেবারে কোণঠাসা রোহিত ব্রিগেড। অন্যদিকে স্টিভ স্মিথও ৯৫ রান করে ভারতের মাথাব্যথা বাড়াচ্ছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (World Test Championship Final) প্রথম দিনেই চালকের আসনে অজি ব্রিগেড। ওভালের মাঠে একেবারে স্বচ্ছন্দে ব্যাট করলেন স্মিথ-হেডরা। ওভাল টেস্টের প্রথম দিনের শেষে ৩২৭ রান তুলেছেন অস্ট্রেলিয়া (Australia), মাত্র তিন উইকেট খুইয়ে। মহাগুরুত্বপূর্ণ ফাইনালে ভারতের (India) একাধিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ওপেনার উসমান খোয়াজাকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। কিন্তু তারপরেই ম্যাচের রাশ ভারতের হাত থেকে বেরিয়ে যেতে থাকে। ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানে ৬৯রানের জুটি গড়েন। দুজনে আউট হলেও একেবারেই সমস্যায় পড়েনি অস্ট্রেলিয়া। লাবুশানে আউট হতেই ক্রিজে আসেন ট্র্যাভিস হেড। শুরু থেকেই একেবারে টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং শুরু করেন। মাত্র ৬০ বলে হাফসেঞ্চুরি হাঁকান।  

[আরও পড়ুন: ঝাড়ফুঁকে নষ্ট সময়! সাপে কামড়ানো মুমুর্ষ রোগীকে বাঁচাল ভাতার গ্রামীণ হাসপাতালই]

স্মিথের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় বোলারদের একেবারে পিটিয়ে ছাতু করে দেন হেড। চতুর্থ উইকেটে ২৫১ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। প্রথমদিনের শেষে অপরাজিত দুই ব্যাটারই। তিন উইকেট পেলেও এদিন ভারতীয় বোলারদের পারফরম্যান্স হতাশাজনক। পেসার থেকে স্পিনার- ট্র্যাভিস তাণ্ডবের সামনে কেউই রেহাই পাননি। একটি করে উইকেট গিয়েছে মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও শার্দূল ঠাকুরের ঝুলিতে। 

প্রথম দিনের শেষেই বেহাল দশা ভারতীয় দলের। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে টিম ম্যানেজমেন্টের একাধিক সিদ্ধান্ত নিয়ে। রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনারকে বাদ দিয়েই কেন দল গড়া হল, তা নিয়ে টসের সময়েও প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক রোহিত শর্মা। ওভালের পিচে পরের দিকে বল ঘুরতে পারে, তা জেনেও শুধু রবীন্দ্র জাদেজার উপর ভরসা রাখল দল। নতুন বলেও সেভাবে সুইং করাতে পারেননি মহম্মদ সিরাজরা। দ্বিতীয় দিনেও ভাল ব্যাটিং উইকেট থাকবে বলেই আশাবাদী সেঞ্চুরি হাঁকানো ট্র্যাভিস হেড। সেটা হলে ভারতের সমস্যা আরও বাড়বে, তা বলাই বাহুল্য।  

[আরও পড়ুন: ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত ১৫ জুনের মধ্যে! কেন্দ্রের আশ্বাস পেয়েই স্থগিত কুস্তিগিরদের বিক্ষোভ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement