ওভালের স্টেডিয়ামে ভারতের স্বপ্নভঙ্গ। টানা দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত। কিন্তু দু’বারই বিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে মেন ইন ব্লু। পাঁচদিন আগাগোড়া দাপট দেখিয়ে ট্রফি জিতে নিল অজিরা। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া।
ওভার ৬৩.৩ ২৩৪ রানে অলআউট ভারত। ভারতের শেষ উইকেট তুলে নিলেন নাথান লিয়ন। আউট হলেন মহম্মদ সিরাজ। টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও ট্রফি অধরাই ভারতের।
ওভার ৬১.৫ একা লড়ছিলেন কে এস ভরত। ২৩ রান করে ফিরে গেলেন নাথান লিয়নের বলে।
ওভার ৬০.২ অষ্টম উইকেটের পতন। ফিরে গেলেন উমেশ যাদব। ভারতের হার কার্যত নিশ্চিত করলেন মিচেল স্টার্ক।
ওভার ৫৭.৪ ফিরে গেলেন গত ইনিংসের নায়ক শার্দূল ঠাকুর। খাতা না খুলেই নাথান লিয়নের বলে এল বি ডব্লিউ হলেন।
ওভার ৫৬.২ রাহানের উইকেট পেলেন স্টার্ক। ছয় উইকেট হারিয়ে ভারতের স্কোর ২১২। ৪৬ করে ফিরলেন রাহানে।
ওভার ৫২.৪ দু’শোর গণ্ডি পেরল ভারত। ৩৫ রান করে ক্রিজে রয়েছেন রাহানে। অন্যদিকে ১৫ রান করে লড়ছেন ভরতও।
ওভার ৫১.৬ জাদেজা-কোহলির উইকেট হারিয়ে ম্যাচে ফেরার লড়াই চালাচ্ছেন অজিঙ্কা রাহানে। ক্রিজে রয়েছেন কে এস ভরতও। পাঁচ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৯৫।
ওভার ৪৬.৫ ফের উইকেট। একই ওভারে আউট হয়ে গেলেন রবীন্দ্র জাদেজাও। প্রথম ইনিংসে লড়াকু ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে মাত্র দু’বল টিকলেন স্যার জাদেজা।
ওভার ৪৬.৩ উইকেট। ৪৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট কোহলি। স্কট বোল্যান্ডের বল ব্যাটের কাণা ছুঁয়ে চলে গেল ফিল্ডারের হাতে।
ওভার ৪৫.৬ তিন উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৭৯। ইনিংস গড়ার চেষ্টা চালাচ্ছেন বিরাট-রাহানে।
ওভার ৪১.১ দিনের প্রথম রান এল বিরাট কোহলির ব্যাট থেকে। অধিনায়ক প্যাট কামিন্সের বলে সিঙ্গলস নিলেন কিং কোহলি।
দুপুর তিনটে: পঞ্চম দিনের প্রথম বল। স্কট বোল্যান্ডের বলে স্ট্রাইক নিলেন রাহানে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দিন। জয়ের জন্য ভারতের এখনও ২৮০ রান বাকি। হাতে সাত উইকেট। ক্রিজে রয়েছেন ভারতের অন্যতম সেরা ব্যাটিং জুটি বিরাট কোহলি- আজিঙ্কা রাহানে। শেষ দিনে ২৮০ রান তুললেই ইতিহাস গড়বে ভারত। কাটবে ১০ বছরের ট্রফির খরা। দেশবাসীর প্রার্থনা আর জয়ের স্বপ্নকে সঙ্গী করে পঞ্চম দিনের সূচনা ভারতের। দেখে নিন ম্যাচের গুরুত্বপূর্ণ আপডেট।