সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরোনাম পড়ে নিশ্চয়ই ভাবছেন এ আবার কী কাণ্ড! শ্রাবন্তী ‘কুইন অফ বেঙ্গল’! ব্যাপারটা কিন্তু জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
খবরটা খোলসা করা যাক। বুধবার সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। যেখানে দেখা গিয়েছে, এক সংস্থার আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘কুইন অফ বেঙ্গল’ পুরস্কার পেলেন শ্রাবন্তী। সেই ছবি পোস্ট করে আপ্লুত অভিনেত্রী।
[আরও পড়ুন: ধর্মে বহুদূর, আম্বানিতে মিলায়…! মুকেশ-নীতার গণেশ পুজোয় আরতি শাহরুখের, দেখুন]
প্রসঙ্গত, ‘দেবী চৌধুরানী’র মতো দৌর্দণ্ড্যপ্রতাপ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের। অতঃপর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও কোনওপ্রকার ফাঁক রাখছেন না। কারণ, ফিল্মি কেরিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং করতে চলেছেন তিনি। তাই ইতিমধ্যেই ঘোড়সওয়ারের তালিম নেওয়া শুরু করে দিয়েছেন ময়দানে। শুধু তাই নয়, এই সিনেমার জন্য সোহাগ সেনের কাছে অভিনয়ের ওয়ার্কশপও করবেন শ্রাবন্তী। পিরিয়ডিক ফিল্মের জন্য সেই সময়ের ভাষা, কথা বলার ধরণ শিখতে হবে।
ওজন ঝরিয়েছেন অন্তত ১০ কেজি। তিনি যে খেতে খুবই ভালবাসেন, তা ইন্ডাস্ট্রিতে সকলেরই জানা। তাই লোভনীয় খাবার দেখলে আপাতত মেপে-জুখে খেতে হচ্ছে তাঁকে। নভেম্বর থেকে জানুয়ারি অবধি পুরোদস্তুর চলবে দেবী চৌধুরাণীর শুটিং। ‘দেবী চৌধুরানী’র ‘মেন্টর’ ভবানী পাঠকের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনিও শ্রাবন্তীর সঙ্গে ওয়ার্কশপে অংশ নেবেন।
[আরও পড়ুন: ‘আপনার প্রেমিককে দেখান’, আর্জি শুনে চমকে দেওয়া প্রতিক্রিয়া মিমির!]