সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ লক্ষ টাকা প্রতারণার শিকার শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। অচেনা নম্বরের ফোনেই অ্যাকাউন্ট থেকে উধাও বিপুল অঙ্কের টাকা। যার জেরে এবারের জন্মদিনও পালন করেননি অভিনেত্রী। মন খারাপ শ্রীলেখার।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই জ্বরে আক্রান্ত হন শ্রীলেখা মিত্র। রক্তপরীক্ষাও করাতে হয় অভিনেত্রীকে। এহেন শারীরিক পরিস্থিতির মাঝেই শ্রীলেখা মিত্রর জীবনে দুর্ঘটনা! বিপুল পরিমাণ আর্থিক প্রতারণার শিকার হয়ে মুষড়ে পড়েছেন অভিনেত্রী।
ঠিক কী ঘটেছে? দিন কয়েক আগেই শ্রীলেখার ফোনে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। তারপরই জনৈক ব্যক্তি অভিনেত্রীকে তাঁর মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। কিছু না বুঝেই ওই নির্দেশ অনুসরণ করেন অভিনেত্রীর। আর তারপরই বিপত্তি! আচমকাই লক্ষাধিক টাকা কেটে নেওয়া হয় শ্রীলেখার অ্যাকাউন্ট থেকে। আর সেই জন্যই এবারে জন্মদিন পালন করেননি অভিনেত্রী।
[আরও পড়ুন: ‘ওঁ’ ধ্বনিতে প্রকাশিত ‘দশম অবতার’-এর ফার্স্টলুক, কোলাজে প্রসেনজিৎ-যিশু-জয়া-অনির্বাণ]
এপ্রসঙ্গে শ্রীলেখা বুধবার ফেসবুকে একটি পোস্ট করেন। তারপরই অভিনেত্রী জানালেন, “কত টাকা খোয়া গিয়েছে, সেকথা উল্লেখ করতে চাই না। তবে লক্ষাধিক টাকার জালিয়াতির শিকার আমি। থানায় গিয়েছি। সাইবার সেলের সঙ্গেও যোগাযোগ করেছি। খবর পাওয়ার পর পুলিশও পদক্ষেপ করেছে। বাকি এখন সবটাই সময়সাপেক্ষ।” তবে ওই খোয়া যাওয়া টাকা ফেরৎ পাবেন কিনা, তা নিয়ে এখনও নিশ্চিত নন শ্রীলেখা মিত্র।
মন খারাপের জেরে “জন্মদিনের দিন মনটা খারাপ ছিল তার কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার scam হল। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। কোনওরকম অ্যাপ ডাউনলোড থেকে সাবধান থাকুন। নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম এই ঘটনার পর থেকে তাও ভাববো না। বিস্তারিত জানতে চেও না, আর নিজের বোকামির নিদর্শন দিতে চাই না…।”