সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি-র বিরুদ্ধে পক্ষপাক্ষিত্বের অভিযোগ আনল শ্রীলঙ্কা (Sri Lanka)। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অব্যবস্থার শিকার হয়েছে দ্বীপরাষ্ট্র। সে দেশের ক্রীড়ামন্ত্রী হারিন ফের্নান্দো দাবি করেছেন, অন্য দলগুলো সুযোগ সুবিধা বেশি পাচ্ছে।
এই মর্মে শ্রীলঙ্কা অভিযোগ জানিয়েছে। ফ্লোরিডা বিমানবন্দরে প্রায় সাড়ে সাত ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের।
[আরও পড়ুন: ‘লেজেন্ড’ সুনীলকে শ্রদ্ধা রণবীরের, ক্যাপ্টেনের বিদায়ে শুভেচ্ছা বলিউডেরও]
হারিন আরও উল্লেখ করেন, নিউ ইয়র্কে পৌঁছনোর পরে তাদের জন্য যে হোটেলে থাকার বন্দোবস্ত করা হয়েছিল, সেই জায়গা থেকে প্র্যাকটিস স্টেডিয়ামের দূরত্ব ৯০ মিনিটের। সে জায়গায় ভারতীয় দল অনেক কাছে রয়েছে প্র্যাকটিস ভেন্যুর। সংসদ ভবনে ফেরান্দো বলেছেন, ভিন্ন দেশের সঙ্গে ভিন্ন ব্যবহার করা হচ্ছে। টুর্নামেন্টের আয়োজক কমিটির কাছ থেকে আমরা ব্যখ্যা চেয়েছি।''
দলের হালহকিকৎ, ভালো-মন্দ দেখার জন্য একজন অফিসারকে পাঠানো হয়েছে আমেরিকায়। বিরোধী নেতা সাজিথ প্রেমদাসা গোটা ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। গত কয়েকটা দিন খুব চ্যালেঞ্জিং গিয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান দলের সদস্য অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তিনি বলেছেন, ''প্র্যাকটিসের সুযোগ সুবিধা খম। উইকেটও ঠিক নয়। গত চার-পাঁচ দিন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং গিয়েছে। বিমান দেরি করায় আমাদের প্র্যাকটিস বাতিল করতে হয়। কোনও অজুহাত দিচ্ছি না। এতরকম সমস্যা পিছনে সরিয়ে রেখে পরবর্তী ম্যাচে খেলতে নামব আমরা।''