সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক থেকে মিলছে ২০০০ টাকার নতুন নোট৷ কিন্তু তাতে মহাত্মা গান্ধীর সেই চেনা ছবি নেই৷ যদিও ব্যাঙ্ক বলছে, এটাই আসল নোট৷
চোখ কপালে উঠে গেল? এমন ঘটনারই সাক্ষী থাকলেন মধ্যপ্রদেশের শেওপুর জেলার দুই প্রবীণ কৃষক৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁদের হাতে ধরিয়ে দিয়েছে মহাত্মা গান্ধীর ছবি ছাড়া ২০০০ টাকার ‘আসল’ নোট৷ ব্যাঙ্ক কর্তাদের দাবি, ছাপার ত্রুটি থাকায় ছবি না থাকলেও নোটগুলি ১০০ শতাংশ খাঁটি!
(নোট বাতিলের জের, রিজার্ভ ব্যাঙ্কের সামনে নগ্ন হলেন মহিলা)
বুধবার বিচ্ছুগাউরি গ্রামে লক্ষ্মণ মিনা নামের এক প্রবীণ কৃষক এসবিআই থেকে ৬০০০ টাকা তোলেন৷ তাঁকে ধরিয়ে দেওয়া হয় ২০০০ টাকার তিনটি নোট৷ এর আগে ২০০০ টাকার নোট দেখেননি লক্ষ্মণবাবু, তাই নোটে যে গান্ধীর ছবি নেই, সেকথাও মাথায় আসেনি তাঁর৷ ক্যাশিয়ারের দেওয়া টাকা নিয়েই বাড়ি ফিরেছেন৷ কিন্তু বাড়িতে পৌঁছতেই ছেলের কাছ থেকে জানতে পারেন, নোটে গান্ধীর ছবি নেই মানে নোটগুলি জাল! ব্যাস, ফের ছুটলেন ব্যাঙ্কে৷
প্রথমে অবশ্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছিল না৷ কিন্তু দেখা গেল প্রায় একই সময়ে, একই অভিযোগ নিয়ে ওই এসবিআই শাখায় ছুটে এসেছেন আরও একজন গ্রাহক৷ স্থানীয় কাদুখেরা গ্রামের গুরমিত সিংয়েরও একই অভিযোগ৷ ক্যাশ থেকে তাঁকে যে ২০০০ টাকার নোট দেওয়া হয়েছে, তাতে গান্ধীর ছবি নেই৷ ব্যাঙ্ক ওই নোটগুলি ফিরিয়ে নিলেও এখনও তার পরিবর্তে কোনও টাকা দেওয়া হয়নি ওই দু’জনকে৷ শাখার ম্যানেজার শ্রবণলাল মিনা জানিয়েছেন, নোটে ছবির জন্য যে জায়গা থাকে সেই জায়গাটি ছাপার ত্রুটির কারণে ফাঁকা রয়ে গিয়েছে৷ তাঁরা নোটগুলি ফেরত নিয়ে নিয়েছেন৷
(নোট বাতিলের জেরে কী কী হতে চলেছে ২০১৭’য়?)
The post গান্ধীর ছবি ছাড়াই ২০০০ টাকার নোট দিচ্ছে SBI appeared first on Sangbad Pratidin.