shono
Advertisement

‘কাশ্মীরে মুসলিম বিদ্বেষ বাড়ানোর লক্ষ্যেই কুপওয়ারায় শহিদদের বন্দনা’

যত বাহিনী প্রয়োগ হবে ততই আগুন জ্বলবে উপত্যকায়, মত ফারুক অাবদুল্লাহর। The post ‘কাশ্মীরে মুসলিম বিদ্বেষ বাড়ানোর লক্ষ্যেই কুপওয়ারায় শহিদদের বন্দনা’ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:47 PM Apr 29, 2017Updated: 03:17 PM Apr 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপত্যকায় জঙ্গি হামলায় সেনা জওয়ানদের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ফারুক আবদুল্লাহ। কিছুদিন আগে কাশ্মীরের পাথর নিক্ষেপকারীদের হিরো বানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ফারুক। এবার তাঁর মন্তব্য, উপত্যকায় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার আবহ তৈরির জন্যই কুপওয়ারায় তিন জওয়ানের মৃত্যুর ঘটনাকে বেশি প্রচার করা হচ্ছে। তাঁর মতে এই ঘটনায় উপত্যকায় মুসলিম বিদ্বেষ বাড়ছে।

Advertisement

[জম্মু ও কাশ্মীর হয়ে ৯৫ দিনের ‘বিস্তার যাত্রা’ শুরু অমিত শাহর]

তিনি বলেছেন, ‘মাও হামলায় সুকমায় ২৫ জন জওয়ানের মৃত্যুর থেকেও কুপওয়ারায় তিন জওয়ানের মৃত্যুকে বেশি প্রচার দেওয়া হচ্ছে। মুসলিম বিদ্বেষে তা আরও ঘৃতাহুতি করছে।’ তাঁর মতে, এ এক নয়া পন্থা। কিন্তু সাবধান থাকতে হবে, শুধু এক সম্প্রদায় নয়, সব ধর্মের মানুষই এর জন্য ক্ষতিগ্রস্ত হবে। কাশ্মীরে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ব্যানের উপরেও গর্জেছেন ফারুক। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি সরকারের সঙ্গে কথা বলেছি। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতি শোধরাবে না। আলোচনায় না বসলে অবস্থার উন্নতি হবে না। বাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। যত বাহিনী প্রয়োগ হবে, ততই আগুন জ্বলবে উপত্যকায়।’

[শেহবাগ যা করলেন, জানলে একজন ভারতীয় হিসাবে আপনার গর্ব হবে!]

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এক ক্যাপ্টেন-সহ তিন জওয়ান জঙ্গিদের গুলিতে শহিদ হন। ক্যাপ্টেন আয়ুষ যাদব, সুবেদার ভুপিন্দর সিং গুজ্জর এবং নায়েক বি বেঙ্কটা রামান্নার মৃত্যু হয় জঙ্গি হামলায়। ঘটনায় আরও পাঁচ জওয়ান গুরুতর জখম হন।

The post ‘কাশ্মীরে মুসলিম বিদ্বেষ বাড়ানোর লক্ষ্যেই কুপওয়ারায় শহিদদের বন্দনা’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement