shono
Advertisement

Breaking News

সারমেয়র কাছে হার মানবতার, পথকুকুরের তৎপরতায় নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত

কন্যাসন্তান হওয়ায় সদ্যোজাতকে নর্দমা ফেলে দেয় তার মা৷ The post সারমেয়র কাছে হার মানবতার, পথকুকুরের তৎপরতায় নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত appeared first on Sangbad Pratidin.
Posted: 06:22 PM Jul 20, 2019Updated: 06:23 PM Jul 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারমেয়র মায়া মমতার কাছে হার মানল মানবতা৷ কন্যাসন্তান হওয়ায় মা ফেলে দিয়েছিল নর্দমায়৷ কিন্তু বেশ কয়েকটি পথকুকুর একরত্তিকে নর্দমা থেকে উদ্ধার করে৷ স্থানীয়দের তৎপরতায় তাকে হাসপাতালে ভরতিও করা হয়৷ তবে খুদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ আদৌ তাকে বাঁচানো সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ে চিকিৎসকরা৷

Advertisement

[ আরও পড়ুন: সোনভদ্র যাওয়ার পথে বারাণসী বিমানবন্দরে আটক তৃণমূলের প্রতিনিধিরা]

হরিয়ানার কৈথালে সরকারি হাসপাতালে এক মহিলা কন্যাসন্তানের জন্ম দেয়৷ মেয়ে হয়েছে শুনেই মুখ বেজার মায়ের৷ সন্তানকে মেনে নিতে পারেনি সে৷ প্রথমে ভেবেছিল হাসপাতালে ফেলে চলে যাবে৷ কিন্তু তাতে আবার হাজারও প্রশ্নের মুখোমুখি হওয়ার আশঙ্কাও ছিল৷ তাই সদ্যোজাতকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়৷ হাসপাতাল থেকে কিছুটা দূরে আবর্জনার স্তূপ দেখতে পায় ওই মহিলা৷ তার পাশের নর্দমাতেই প্লাস্টিকে মুড়ে নিজের সন্তানকে ফেলে দিয়ে যায় সে৷

আবর্জনার স্তূপের কাছেই ছিল একদল কুকুর৷ প্রতিদিনের মতো ওই আবর্জনা থেকেই খাবার খুঁজছিল তারা৷ আচমকাই নর্দমার দিকে নজর যায় সারমেয়দের৷ মুখ এবং পায়ের সাহায্যে সদ্যোজাতকে উদ্ধার করে কুকুরগুলি৷ চিৎকার করতে থাকে তারা৷ আচমকা চিৎকারে অবাক হয়ে যান স্থানীয়রা৷ সারমেয়দের সদ্যোজাতকে উদ্ধার করতে দেখে অবাক হয়ে যান এলাকাবাসী৷ তাঁরাই সদ্যোজাতকে হাসপাতালে নিয়ে যান৷

[ আরও পড়ুন: হাতির মাংসে মহা উল্লাসে চলল ভুরিভোজ, নীরব দর্শক বনদপ্তর]

সদ্যোজাতের তড়িঘড়ি চিকিৎসা শুরু হয়৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, সদ্যোজাতর ওজন ১ কেজি ১০০ গ্রাম৷ তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ সদ্যোজাতকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বলেই জানান চিকিৎসকরা৷ পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে৷ ফুটেজ দেখে মহিলাকে চিহ্নিত করারও চেষ্টা চলছে৷ সেখান থেকে অভিযুক্তকে শনাক্ত করছেন তদন্তকারীরা৷

[ আরও পড়ুন: বানভাসি বিহার ও অসমে মৃতের সংখ্যা বেড়ে ১৪৯]

লিঙ্গবৈষম্য দূর করতে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প চালু করেছে কেন্দ্র৷ তা সত্ত্বেও একবিংশ শতাব্দীতে কন্যাসন্তান হওয়ায় সদ্যোজাতকে নর্দমায় ফেলে দেওয়ার ঘটনা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের৷

The post সারমেয়র কাছে হার মানবতার, পথকুকুরের তৎপরতায় নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement