shono
Advertisement
Kolkata

ছাত্রীকে অশ্লীল কথা! চ্যাট ভাইরাল হওয়ায় অধ্যাপককে সাসপেন্ড করল স্কটিশচার্চ কলেজ

বৃহস্পতিবার সকাল থেকে কলেজের মূল ফটকের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। ঘেরাও অধ্যক্ষ, সহ অধ্যক্ষ।
Published By: Sucheta SenguptaPosted: 03:07 PM Dec 05, 2024Updated: 04:03 PM Dec 05, 2024

ধীমান রক্ষিত: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, চ্যাটের অভিযোগে সাসপেন্ড করা হল স্কটিশচার্চ কলেজের এক অধ্য়াপককে। পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কলেজ। অভিযোগ, দিনের পর দিন হোয়াটসঅ্যাপে ছাত্রীকে অশ্লীল প্রস্তাব দিয়েছেন অধ্যাপক। তা নিয়ে কলেজের পরিবেশ তপ্ত হয়ে উঠছিল। বুধবার সেই অশালীন চ্যাট ভাইরাল হতেই বৃহস্পতিবার সকাল থেকে কলেজের মূল ফটকের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। কলেজের অধ্যক্ষ, সহ-অধ্যক্ষকে ঘেরাও করা হয়েছে বলে খবর। অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিক্ষোভের জেরে অধ্যাপককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ।

Advertisement

অধ্য়াপককে সাসপেনশনের নোটিস স্কটিশচার্চ কলেজে।

স্কটিশচার্চ কলেজের পড়ুয়াদের অভিযোগ, ফিজিক্যাল এডুকেশন বিভাগের এক ছাত্রীকে দিনের পর দিন হোয়াটসঅ্যাপে অশালীন কথাবার্তা বলতেন, প্রস্তাবও দিতেন অধ্যাপক। গত জুন মাস থেকে এই ঘটনা চলছিল। লাগাতার এমনটা চলতে থাকায় কলেজের সহকারী অধ্যক্ষ ও অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন ওই ছাত্রী। কিন্তু অভিযোগ, ওই অধ্যাপকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকী তাঁকে ডেকে সতর্কও করা হয়নি বলে অভিযোগ পড়ুয়াদের।

স্কটিশচার্চে পড়ুয়া বিক্ষোভ। ছবি: পিন্টু প্রধান।

বুধবার অধ্যাপকের সেই 'অশ্লীল' চ্যাট ভাইরাল হয়ে যায়। সকলেই জানতে পারেন ঘটনা। আর তার পর বৃহস্পতিবার সকাল থেকে কলেজ গেটের সামনে তাঁরা সুবিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। প্রতিবাদীদের গলায় 'বোনে'র বিচারের দাবি। সূত্রের খবর, পড়ুয়াদের বিক্ষোভে ঘেরাও হয়ে কলেজেই আটকে পড়েন অধ্যক্ষ, সহ-অধ্যক্ষ। বিক্ষোভের জেরে ওই অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাত্রীকে দিনের পর দিন চ্য়াটে অশালীন প্রস্তাবের অভিযোগ।
  • ভাইরাল হতেই অধ্য়াপককে সাসপেন্ড করল স্কটিশচার্চ কলেজ।
  • দিনভর পড়ুয়াদের বিক্ষোভে ঘেরাও কলেজের অধ্যক্ষ, সহ অধ্যক্ষ।
Advertisement