shono
Advertisement

এবার সিলেবাসে ঢুকছে মোদির নোট বাতিলের সিদ্ধান্ত

দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে নোট বাতিল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র? The post এবার সিলেবাসে ঢুকছে মোদির নোট বাতিলের সিদ্ধান্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 01:26 PM Jan 25, 2017Updated: 07:56 AM Jan 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পাঠ্যপুস্তকে জায়গা পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত এবং তার ফলাফল৷ দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে নোট বাতিল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানানোর সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার৷

Advertisement

খুব শীঘ্রই রাজস্থান বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (আরবিএসই) তাদের নতুন পাঠ্যক্রমে ‘ক্যাশলেস ইকোনমি’ এবং নোট বাতিলের সিদ্ধান্তকে অন্তর্ভুক্ত করতে চলেছে৷ আরবিএসই সভাপতি বি এল চৌধুরি জানিয়েছেন, পাঠ্যক্রমে যুক্ত হবে ‘মোবাইল ওয়ালেট স্ট্রাকচার’ এবং ‘ক্যাশলেস সিস্টেম’৷

যদিও অভিজ্ঞ শিক্ষাবিদদের মত, যদি নোট বাতিলের সিদ্ধান্ত সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানাতেই হয়, তবে সিদ্ধান্তের ভাল এবং খারাপ উভয় দিক সম্পর্কেই তাদের জানাতে হবে৷

রাজস্থানের শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে ভাল চোখে দেখছে না কংগ্রেসও৷ টুইট করে সিদ্ধান্তের বিরোধিতা করেছেন শচীন পাইলটও৷

(রাজনৈতিক দলগুলির প্রায় ৬৯% আয়ের উৎসই ভূতুড়ে!)

The post এবার সিলেবাসে ঢুকছে মোদির নোট বাতিলের সিদ্ধান্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement