সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচিতদের মাঝে কথার ফোয়ারা ছোটাতে পারেন অনেকেই৷ কারও কারও মতে, কথার মাধ্যমেই নাকি জগৎ জয় করা যায়৷ কিন্তু অচেনার মাঝে সবাই সমান সাবলীলভাবে কথা বলতে পারেন না৷ আপনিও কি তাঁদের দলে? নাকি অচেনার ভিড়ে আপনি সমান সাবলীল? যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তবে অনেকের কাছেই আপনি ঈর্ষার পাত্র হতে পারেন৷ জানেন কেন? গবেষকরা বলছেন, মহিলা মহলে নাকি আপনার আধিপত্য থাকতে বাধ্য৷
[জানেন, ঘনিষ্ঠ আলিঙ্গন-চুমুতে ভাল থাকে আপনার হার্ট?]
নতুন এক গবেষণায় জানা গিয়েছে, যে ব্যক্তি ভাল কথা বলতে পারেন, তিনি সব মহলেই সমান সমাদৃত৷ বিশেষ করে মহিলামহলে তো সেই পুরুষের প্রশংসার শেষ নেই৷ গবেষণা বলছে, আপনি ভাল কথা বলতে পারলে কেল্লাফতে৷ মহিলারা নাকি ভাল কথা বলতে পারা পুরুষদের দারুন পছন্দ করেন৷ শুধু তাই নয়, গবেষকদের দাবি ভাল কথা বলতে পারা পুরুষদের নাকি জীবনে কখনই প্রেমিকার অভাব হয় না৷ এ তো গেল প্রেম শুরুর আগের কথা৷ গবেষণা বলছে, যৌন জীবনেও নাকি অন্য সকলের থেকে ভাল কথা বলতে পারা পুরুষরাই সাফল্য পান বেশি৷ ছোটখাটো ঝামেলা, অশান্তি কোন সম্পর্কেই বা না থাকে? তাও আবার যদি হয় প্রেমের সম্পর্ক৷ প্রেমিকা রাগ করে দু’দিন কথা বলা বন্ধ না করলে কি প্রেম গাঢ় হয়! তাই ঝগড়াঝাটি তো থাকবেই৷ কিন্তু ভাল কথা বলতে পারা প্রেমিকরাই নাকি এই পরিস্থিতি সহজেই হাতের নাগালে আনতে পারেন৷ ভাল কথার মাধ্যমে প্রেমিকার গরম মাথাকে ঠান্ডা করতে পারেন তিনি৷
[পাত্র খুঁজছেন? বিয়ে করার আগে দেখে নিন এই বিষয়গুলি]
শুধু প্রেমই নয়৷ যৌন জীবনেও নাকি যথেষ্ট সফল হন সুবক্তারাই৷ গবেষণা বলছে, যে পুরুষ বেশি ভাল কথা বলতে পারেন, তিনি বিছানাতেও নাকি অন্যান্যদের তুলনায় অনেক এগিয়ে৷ মহিলামহলের মধ্যমণি হতে চাইলে, তাই কথা বলার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন৷
The post ভাল কথা বলতে পারেন, জানেন কেমন হবে আপনার যৌন জীবন? appeared first on Sangbad Pratidin.