সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। আর কয়েকদিন পরেই পরিচালক রাজ চক্রবর্তীর ঘরে আসবে নতুন সদস্য। যুবানের পর দ্বিতীয় সন্তানের আগমণ নিয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি রাজের পরিবার। তাই তো পুজোতেও অন্তঃসত্ত্বা অবস্থাতেই ঠাকুর দেখেছেন, আড্ডা মেরেছেন মন খুলে। তবে ডান্স বাংলা ডান্সের ফ্লোরে যে এমনটা ঘটবে তা আন্দাজও করতে পারেননি শুভশ্রী।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। ডান্স বাংলা ডান্সে কেকে ও সাকি হঠাৎ করেই বিচারকদের ভবিষ্যদ্বাণী করল। আর সেখানেই শুভশ্রীকে তারা বলল, শুভশ্রী ও রাজের নাকি ৪ ছেলে, ৮ মেয়ে হবে। একটা সুন্দর বাড়িতে সবাই মিলে থাকবে তাঁরা।
[আরও পড়ুন: কানে জ্বলন্ত ধূপকাঠি, গলায় গাঁদা ফুলের মালা, ‘ভুল ভুলাইয়া’র মেজাজে উরফির ‘হ্যালোউইন’]
এমন ভবিষ্যদ্বাণী শুনে তো আঁতকে উঠেছেন শুভশ্রী। তবে পুরো বিষয়টা যে মজার ছলে ঘটেছে তা বুঝতে দেরি হয়নি। কেকে ও সাকির মুখে এমন কথা শুনে হাসিতে গড়িয়ে পড়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তীও।
২০২০ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তান যুবানের জন্ম হয়। তারপর থেকেই বাবা-মায়ের নয়নের মণি একরত্তি। সারা বাড়ি মাতিয়ে রাখে ছোট্ট যুবান। পাশাপাশি নেটিজেনদেরও বড্ড আদুরে সে। রাজ-শুভশ্রীও ছেলের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন। তবে এবার শুভশ্রীর ইচ্ছে এবরা তাঁর মেয়ে হোক!
[আরও পড়ুন: নেপথ্যে বজরংবলী, ‘সিংহম এগেইন’-এ ফের সিম্বা লুকে হুঙ্কার রণবীর সিংয়ের]