shono
Advertisement

রিজার্ভ ব্যাংকের গভর্নর দুর্নীতিগ্রস্ত, দলের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য সুব্রহ্মণ্যম স্বামীর

রিজার্ভ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরকে নিয়ে চাপানউতোর৷ The post রিজার্ভ ব্যাংকের গভর্নর দুর্নীতিগ্রস্ত, দলের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য সুব্রহ্মণ্যম স্বামীর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:47 PM Dec 12, 2018Updated: 09:58 AM Dec 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষাগত যোগ্যতা বলতে ইতিহাসে মাস্টার্স করেছিলেন তিনি৷ অর্থনীতির সঙ্গে সেভাবে কোনও সম্পর্ক ছিল না তাঁর৷ তা সত্ত্বেও উর্জিত প্যাটেলের পদত্যাগের পর রিজার্ভ ব্যাংকের নবনিযুক্ত গর্ভনর শক্তিকান্ত দাস৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে ভাল চোখে দেখছেন না রাজনীতিকরা৷ বিজেপির অন্দরেই তৈরি হয়েছে চাপানউতোর৷ দলের অস্বস্তি বাড়িয়ে আরবিআইয়ের গভর্নরের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷

Advertisement

[রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হলেন শক্তিকান্ত দাস]

নোট বাতিলের সময় এই আমলাকে গোটা দেশ চিনে ফেলেছিলেন। মানুষের সমস্যা বুঝে নিয়মে বদল আনা হয়েছে বলেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি৷ উর্জিত প্যাটেলের পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে সেই শক্তিকান্ত দাসকেই রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করে কেন্দ্র৷ অর্থনীতিবিদ নন তিনি৷ তবু শীর্ষ ব্যাংকের প্রধান পদে দুঁদে আমলার উপরেই ভরসা রেখেছে মোদি সরকার৷ এদিকে উর্জিতের পদত্যাগের পরের দিনই কেন্দ্রীয় সরকার নতুন গভর্নর নিয়োগ করে ফেলায় মাথাচাড়া দিয়েছে একাধিক প্রশ্ন। সরকার কি উর্জিতের পদত্যাগের সিদ্ধান্তের কথা আগে থেকেই জানত, প্রশ্ন তুলছেন অনেকেই৷ যদিও মোদির এই সিদ্ধান্তকে ভাল চোখে দেখছেন না বিজেপি নেতাদের একাংশ৷ অর্থনীতিবিদ না হওয়া সত্ত্বেও কেন এমন গুরুত্বপূর্ণ পদে বসানো হল তাঁকে, সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ৷ দলের অস্বস্তি বাড়িয়েছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ মোদির বিরুদ্ধে এক্কেবারে স্বজনপোষণের অভিযোগে সরব তিনি৷ তাঁর অভিযোগ, পি চিদম্বরমের সঙ্গে হাতে হাতে মিলিয়ে শক্তিকান্ত দাসও দুর্নীতি করেছেন৷ তা সত্ত্বেও শুধুমাত্র অরুণ জেটলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ায় এহেন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে শক্তিকান্তকে, মন্তব্য স্বামীর৷ 

[মুখ্যমন্ত্রী কে? অন্তর্দ্বন্দ্বের আশঙ্কায় দুই রাজ্যে রুদ্ধদ্বার বৈঠক কংগ্রেসের]

[রাজস্থানে পরাজিত ভারতের প্রথম গো-মন্ত্রী]

যদিও নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তের মতে, অর্থনীতিবিদ না হওয়া সত্ত্বেও শক্তিকান্তকে রিজার্ভ ব্যাংকের গর্ভনর হিসাবে বেছে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নেপথ্যে কারণ রয়েছে যথেষ্টই৷ অনেকের মতে, রিজার্ভ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর একজন অসাধারণ টিম লিডার৷ এমনকী, তাঁর ঐক্যমত্য তৈরির ক্ষমতাও নাকি দারুণ৷ কেন্দ্র-আরবিআই সংঘাতের আবহে তাই শক্তিকান্তের উপরেই নাকি ভরসা রেখেছে মোদি সরকার৷

The post রিজার্ভ ব্যাংকের গভর্নর দুর্নীতিগ্রস্ত, দলের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য সুব্রহ্মণ্যম স্বামীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement