shono
Advertisement

মধ্যবিত্তের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকখানি কমছে গ্যাসের দাম

১ ডিসেম্বর থেকে কার্যকর নতুন দাম। The post মধ্যবিত্তের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকখানি কমছে গ্যাসের দাম appeared first on Sangbad Pratidin.
Posted: 07:25 PM Nov 30, 2018Updated: 07:25 PM Nov 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যাসের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত দেওয়া মধ্যবিত্তের জন্যে সুখবর৷ টানা ৬ মাস মূল্যবৃদ্ধির পর এক ধাক্কায় অনেকটাই কমছে গ্যাসের দাম। কমছে ভরতুকিযুক্ত এবং ভরতুকিবিহীন গ্যাসের দাম৷ ভরতুকিযুক্ত গ্যাসের দাম কমছে ১৩৩ টাকা। সিলিন্ডার পিছু প্রায় ৬ টাকা দাম কমছে ভরতুকিবিহীন গ্যাসের। ১ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।

Advertisement

[গলায় তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন? আইনজীবী মৃত্যুতে নয়া মোড়]

গত কয়েকমাস ধরে লাগাতার দাম বৃদ্ধি হচ্ছিল গ্যাসের। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়৷ নাভিশ্বাস হতে হয়েছিল মধ্যবিত্তকে৷  প্রায় ৯০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল রান্নার গ্যাসের দাম। এভাবে দাম বৃদ্ধি হওয়াতে কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ বাড়ছিল। মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলিও৷ কিন্তু ১ ডিসেম্বর থেকে কমছে গ্যাসের দাম৷ তার জেরে মাসছয়েক ধরে বেশি দামে গ্যাস কিনতে কিনতে নাজেহাল মধ্যবিত্তের মুখে শেষমেশ ফুটল হাসি৷ সিলিন্ডার পিছু দাম অনেকটাই কমায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন গৃহস্থেরা৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০৭.৪২ থেকে কমে হল ৫০০.৯০ টাকা। চলতি বছরের জুন থেকে বাড়ছিল ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। গত ১ নভেম্বরে বেড়েছিল সিলিন্ডার প্রতি ২.৯৪ টাকা। ভরতুকিহীন সিলিন্ডারের দাম কমছে ১৩৩ টাকা। দিল্লিতে এবার সিলিন্ডার কিনতে গেলে দিতে হবে ৮০৯.৫০ টাকা।

[উপস্থিতি কম থাকায় পরীক্ষায় বসতে বাধা, ধুন্ধুমার কাণ্ড সাউথ সিটি কলেজে]

বছরে ১২টি সিলিন্ডারে ভরতুকি দেয় কেন্দ্রীয় সরকার। ভরতুকির অঙ্ক পৌঁছে যায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। ডিসেম্বরে ৩০৮.৬০ টাকা ভরতুকি পাবেন উপভোক্তারা। নভেম্বরে ব্যাংকে ঢুকেছে ৪৩৩.৬৬ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি জানিয়েছে, আন্তজার্তিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। টাকার দামেও উন্নতি ঘটেছে। সে কারণেই কমল সিলিন্ডারের দাম। দেরিতে হলেও প্রায় ১০০ টাকার কাছাকাছি সিলিন্ডারের দাম কমায় খুশি ভুক্তভোগী গ্রাহকরা।

The post মধ্যবিত্তের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকখানি কমছে গ্যাসের দাম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement