shono
Advertisement

‘চিত্রনাট্য শুনে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল করিনা’, বিস্ফোরক পরিচালক সুজয় ঘোষ

নেটফ্লিক্সে মুক্তি পায় করিনার 'জানে জান'।
Posted: 07:26 PM Nov 01, 2023Updated: 07:26 PM Nov 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েব সিরিজে পা দিয়েই নজর কেড়েছেন করিনা কাপুর। সৌজন্য়ে পরিচালক সুজয় ঘোষ। সুজয়ের তৈরি জানে জান সিরিজ একেবারে টক অফ দ্য় টাউন। কিন্তু যে সুজয়ের সিরিজে অভিনয় করে ফের চর্চায় করিনা, এক সময় সেই সুজয়কে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন করিনা কাপুর! এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ‘জানে জানে’র পরিচালক।

Advertisement

তা ঠিক কী বলেছেন সুজয়?

এক সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে সুজয় জানিয়েছেন, ”জানে জানের আগে বেশ কয়েকটা স্ক্রিপ্ট নিয়ে গিয়েছিলাম ওর কাছে। আর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তবে জানে জান স্ক্রিপ্টটা যেমন ওর সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে যায়। আর বলে দেয়, আমি করব। তার পর আর বেশি কিছু বলতে হয়নি। সিরিজেই ধরা পড়েছে মায়ার চরিত্রে কতটা মানানসই করিনা। ”

[আরও পড়ুন: সকাল সাতটাতেও থাকছে শো, কবে থেকে কিনতে পারবেন ‘টাইগার ৩’র টিকিট?]

জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট X’ অবলম্বনে তৈরি ‘জানে জান’ (Jaane Jaan)। এর আগে এই উপন্যাস অবলম্বনে জাপানে সিনেমাও তৈরি হয়েছে। এবার সুজয় ছবি তৈরি করলেন নেটফ্লিক্সের জন্য। রহস্য়েঘেরা এই সিরিজ পছন্দ করেছে দর্শক। প্রশংসিত হয়েছে করিনার অভিনয়ও।

[আরও পড়ুন: সকাল সাতটাতেও থাকছে শো, কবে থেকে কিনতে পারবেন ‘টাইগার ৩’র টিকিট?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement