shono
Advertisement

‘টাইগার ৩’-এর কোন দৃশ্যে এন্ট্রি নেবেন ‘পাঠান’ শাহরুখ? ফাঁস করলেন পরিচালক সুজয় ঘোষ

দিওয়ালিতে মুক্তি পাবে সলমনের 'টাইগার ৩'।
Posted: 09:13 PM Sep 28, 2023Updated: 09:13 PM Sep 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমনের ‘টাইগার ৩’ ছবিতে যে ‘পাঠান’ শাহরুখের এন্ট্রি হবে, তা নতুন খবর নয়। কিন্তু কৌতুহলটা অন্য জায়গায়। ঠিক কীভাবে, কোন দৃশ্য়ে এন্ট্রি নেবেন শাহরুখ, তা নিয়ে নানা জল্পনা বলিউডে। আর সেই জল্পনাকে এবারও আরও উসকে দিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক সুজয় ঘোষ। এক্স প্রোফাইলে ‘টাইগার ৩’ ছবির টিজার থেকে কয়েকটা দৃশ্য পোস্ট করে, সুজয় লিখলেন, ‘প্রচুর ভালোবাসা, গাড়িতে দুটো বন্দুক রয়েছে’। সুজয়ের পোস্ট দেখে অনেকেই বুঝতে পেরেছেন, পরিচালক ইঙ্গিত দিয়েছেন শাহরুখের এন্ট্রির। যেভাবে ‘পাঠান’ ছবিতে স্কার্ফ উড়িয়ে সলমন ঝড় তুলেছিলেন পর্দায়। ঠিক সেভাবেই বন্দুকের গুলি বর্ষণে আগমণ ঘটবে ‘পাঠান’ শাহরুখের।

Advertisement

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’ (Ek Tha Tiger)। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’ (Tiger Zinda Hai)। এর পর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সলমন ভক্তরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আসন্ন দিওয়ালিতে। সেদিনই সিনেমা হলে মুক্তি পাচ্ছে সলমনের এই ছবি। তার আগে ‘টাইগার কা মেসেজ’ বলে এই ঝলক প্রকাশ্যে এসেছে।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর টিজারে রোমহর্ষক রণবীর, দেখলে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য!]

আগাম এই ঝলকের শুরুতেই অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগারকে নিজের পরিচয় দিতে দেখা যাচ্ছে। যাকে গদ্দার, দেশদ্রোহী বলা হচ্ছে। কুড়ি বছর দেশের হয়ে লড়াই করার পর তাই এখন দেশবাসীর কাছেই ‘ক্যারেক্টার সার্টিফিকেট’ চাইছে টাইগার। এদিকে যেখানে বসে সে এই বার্তা দিচ্ছে তার চারপাশে গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। তাতে টাইগারের আশ্বাস, ‘বেঁচে থাকলে দেখা হবে।’

[আরও পড়ুন: অভিনব উদ্যোগ দেবের, বিশেষ চাহিদা সম্পন্ন খুদেরা গান গাইল ‘বাঘা যতীন’ ছবির জন্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement