shono
Advertisement

Breaking News

সাগরে ব্রহ্মতেজ! সফল অত্যাধুনিক ‘ব্রহ্মস’ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, আরও শক্তিশালী ভারত

'আত্মনির্ভর ভারতের দিকে এককদম', টুইট নৌসেনার।
Posted: 08:33 PM Mar 05, 2023Updated: 08:34 PM Mar 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষার ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। রবিবার দূরপাল্লার ব্রহ্মস (BrahMos Missile) ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করল দেশের নৌসেনা (Indian Navy)। আরব সাগরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানল দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি। ব্রহ্মসের সফল উৎক্ষেপণের কথা জানাল ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO।

Advertisement

রবিবার আরব সাগরে ‘কলকাতা ক্লাস গাইডেড’ মিশাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র ব্রহ্মস। নৌবাহিনীর এক আধিকারিক বলেন, রবিবারের সফল উৎক্ষেপণের পরে দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র ভাণ্ডার আরও শক্তিশালী হল। ব্রহ্মস উৎক্ষেপণের কথা জানিয়ে নৌসেনার তরফে একটি টুইটও করা হয়। লেখা হয়, “আত্মনির্ভরের ভারতের দিকে আরও এককদম। নৌসেনার তরফে আরব সাগরে সফল উৎক্ষেপণ হল দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের”।

[আরও পড়ুন: ‘কেন্দ্রকে পদক্ষেপ করতে হবে’, তামিলনাড়ুতে বিহারি শ্রমিকদের ‘হেনস্তা’ নিয়ে সরব তেজস্বী]

প্রসঙ্গত, গত মাসে ভারতীয় নৌসেনার পাইলটরা এলসিএ তেজস (নৌবাহিনী) এবং মিগ-২৯-কে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের (INS Vikrant) সফল অবতরণ করান। উল্লেখ্য, আইএনএস বিক্রান্ত ভারতে নির্মিত প্রথম বিমানবাহী রণতরী। এলসিএ তেজসও দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) গত বছরের সেপ্টেম্বরে কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে দেশের প্রথম বিমানবাহী রণতরীটির উদ্বোধন করেন।

[আরও পড়ুন: দিল্লিতে ফের মানুষের লালসার শিকার পথকুকুর, মদ্যপ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement