shono
Advertisement

Breaking News

সাফ কাপের শুরুতেই হ্যাটট্রিক সুনীলের, পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

৪-০ গোলে পাকিস্তানকে হারালেন সুনীলরা।
Posted: 09:27 PM Jun 21, 2023Updated: 09:27 PM Jun 21, 2023

ভারত: ৪ (সুনীল পেনাল্টি-সহ ৩, উদান্ত)

Advertisement

পাকিস্তান: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র চার দিন আগেই ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত (India)। সাফ কাপের (SAFF) প্রথম ম্যাচেও একই ছন্দে ধরা দিলেন ইগর স্টিমাচের শিষ্যরা। পাকিস্তানকে (Pakistan) কার্যত উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করল ভারত। প্রতিবেশী দেশকে ৩-০ গোলে উড়িয়ে দিলেন মেন ইন ব্লু। হ্যাটট্রিক করে ম্যাচের পাশাপাশি হৃদয়ও জিতে নিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)।

ভিসা সমস্যার জেরে বুধবার সকালে বেঙ্গালুরু পৌঁছয় পাকিস্তান। কোনও প্র্যাকটিস ছাড়াই মাঠে নামতে হয় পাক দলকে। মাঠের বাইরের সমস্যার প্রভাব সরাসরি মাঠেও ধরা পড়ে। ম্যাচের শুরু থেকেই পাক ডিফেন্সে কার্যত হামলা চালায় ভারতীয় দল। যদিও ম্যাচের প্রথম গোলের সুযোগ এসেছিল পাকিস্তানের কাছেই। কিন্তু বারপোস্টের বাইরে বল উড়ে যায়। তারপর থেকেই ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণ। 

[আরও পড়ুন: এজবাস্টনে জয়ের পর কামিন্স বন্দনা ক্রিকেটদুনিয়ায়, অজি অধিনায়কের চোখে সুপারস্টার ইনি]

মাত্র ১০ মিনিটের মাথায় ভারতের প্রথম গোল আসে। মিনিট দুয়েক আগেই গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ভারতীয় অধিনায়ক। কিন্তু দ্বিতীয়বার আর ভুল করেননি সুনীল ছেত্রী। পাক গোলকিপারকে বোকা বানিয়ে সোজা গোলের জালে বল জড়িয়ে দেন। পাঁচ মিনিটের মধ্যেই বক্সের মধ্যে হ্যান্ড বল করেন পাক ডিফেন্ডার। পেনাল্টি পেয়ে নিখুঁত শটে ফের সুনীলের গোল। ২-০ পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।

বিরতির পর বেশি কিছুক্ষণ ভারতকে আটকে রাখতে পেরেছিল পাক ডিফেন্স। তবে ৭৩ মিনিটে বিশ্রী ফাউলের শিকার হন সুনীল। ফের পেনাল্টি পেয়ে ম্যাচে নিজের হ্যাটট্রিক সেরে ফেলেন ভারত অধিনায়ক। পাঁচ মিনিটের মাথায় কার্যত ফাঁকা মাঠে গোল করেন ছাংতের পরিবর্ত হিসাবে নামা উদান্ত।

তবে ভার‍তের সাফল্যের দিনে কাঁটা হয়ে থাকল কোচের লাল কার্ড দেখা। বিরতির ঠিক আগেই কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দল। সেই সময়েই মাঠে ঢুকে পড়েন উত্তেজিত ভারতীয় কোচ। তখনই তাঁকে লালকার্ড দেখানো হয়। সমস্যা জর্জরিত পাকিস্তানকে হারানোর পর ভারতের পরের প্রতিপক্ষ নেপাল। 

[আরও পড়ুন: কোপার লড়াই এবার আমেরিকায়, ঘোষিত দিনক্ষণ, খেতাব ধরে রাখতে পারবে আর্জেন্টিনা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement