সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) একাধিকবার সুনীল গাভাসকারের (Sunil Gavaskar) তোপের মুখে পড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বেঙ্গালুরু তারকাকে স্ট্রাইকরেট নিয়ে বারবার খোঁচা দিয়েছেন তিনি। এবার বিরাটের উন্নতির জন্য কাকে কৃতিত্ব দিলেন লিটল মাস্টার?
২০০৮ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় কোহলির। সেই সময়ে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১-র বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন দুজনে। পরে টিমের ব্যাটন চলে আসে কোহলির হাতে। গাভাসকরের মতে কেরিয়ারের শুরুর দিকে ধোনির সাহায্য না পেলে দাঁড়াতে পারতেন না বিরাট। তিনি বলেন, "যখন বিরাট কোহলি ক্রিকেট জীবন শুরু করেন, তখন সেটা ছিল ভালো-মন্দ মেশানো। এটা সত্যি যে ধোনি ওকে সুযোগ দিয়ে ছন্দে এনে দিয়েছে। যে কারণে আমরা আজকের কোহলিকে দেখতে পাই।"
[আরও পড়ুন: রাজস্থান ম্যাচের আগে কামাখ্যা মন্দিরে নাইটরা, বিহুর ছন্দে কোমর দোলালেন রিঙ্কু-শ্রেয়স]
বিরাট নিজেও বহুবার স্বীকার করেছেন ধোনির সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা। কিং কোহলির অধীনেও খেলেছেন কিংবদন্তি ব্যাটার-উইকেটকিপার। তা নিয়ে কোনওদিন সমস্যা হয়নি। এমনকী যখন টেস্টের অধিনায়কত্ব থেকে সরে যান, তখন মাহিই যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে। চলতি আইপিএলের 'নক আউট' ম্যাচে মুখোমুখি চেন্নাই-বেঙ্গালুরু। ধোনি-বিরাট সংঘাতের আগে ফের গাভাসকরের মুখে উঠে এল বেঙ্গালুরু তারকার নাম।
[আরও পড়ুন: দুভাগে বিশ্বকাপ অভিযানে যাবে টিম ইন্ডিয়া, কবে নিউ ইয়র্কের পথে রোহিত-বিরাটরা?]
আইপিএলের অরেঞ্জ টুপির দৌড়ে শীর্ষে রয়েছেন বিরাট। অথচ তাঁর স্ট্রাইকরেট নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন গাভাসকর। ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন কোহলি।